আমাদের কথা খুঁজে নিন

   

একালের ফিল্মমেকার

বাংলাদেশের ফিল্মমেকিং ইতিহাস হলিউড বা বলিউডের মত স ৃদ্ধ না হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে একেবারে কম নয়। আগে যারা নাটক বানাত তারা নিজেদের নাট্যকার বলে পরিচয় দিত। কিন্তু এখন যুগ পাল্টিয়েছে। নাট্যকাররাও এখন নিজেদের ফিল্মমেকার বলে পরিচয় দেয়। এটাই স্বাভাবিক।



বাংলাদেশের ফিল্মমেকিং ইতিহাস হলিউড বা বলিউডের মত স ৃদ্ধ না হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে একেবারে কম নয়। আগে যারা নাটক বানাত তারা নিজেদের নাট্যকার বলে পরিচয় দিত। কিন্তু এখন যুগ পাল্টিয়েছে। নাট্যকাররাও এখন নিজেদের ফিল্মমেকার বলে পরিচয় দেয়। এটাই স্বাভাবিক।

কারন টিভি নাটকও ফিল্ম-ই। এখনকার টিভি নাটক গুলো কে তাই অনেক নির্মাতা ভিডিও ফিল্ম বা ভিডিও ফিকশন বলে থাকেন। এই ধারনাটার প্রচলন করেছেন মূলত মুস্তফা সারয়ার ফারুকী। ভালই চলছিল। দর্শকরা খুব ভাল ভাবেই গ্রহন করেছিল তাকে।

এরপর মুস্তফা সারয়ার ফারুকী তার ভাবগুরু ইরানী ফিল্মমেকার আব্বাস কিয়ারোস্তামি-তে অনুপ্রানিত হয়ে যে কাজটি করলেন, তা হল মেষ বাচ্চার মত জন্ম দিলেন আরও কিছু ফিল্মমেকার। এজন্য নাকি এখন তিনি আফসোস করেন। আফসোস করার মত অনেক কারন আমি সামনে তুলে ধরছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।