আমাদের কথা খুঁজে নিন

   

একালের রবীন্দ্র সঙ্গীত . . . . .

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

রবীন্দ্র সঙ্গীত আমার খুব পছন্দের। বিশেষ করে বাদল দিনে রবি বাবুর গানের কোন বিকল্প নেই। রিমঝিম বৃষ্টি, সিডি প্লেয়ারে "আজি ঝর ঝর বাদল মুখর দিনে", বারান্দায় বসে একটু আধটু বৃষ্টির ছাঁটে ভেজা, কেমন জানি শীতল করা অনুভব, সাথে এক মগ কফি। একেবারে অন্যরকম একটা পরিবেশ যা শুধুই একান্ত অনুভবের। কিন্তু সেই শান্ত, মধুর রবীন্দ্রসঙ্গীতেও চলছে আধুনিকীকরণ। তাই রবি বাবুর গানও হয়ে উঠেছে গতিময়। গতি ভারে যাতে দুর্গতি না হয় সেটাই প্রত্যাশা। নিচের লিংক থেকে গানটা শুনে আপনার মতামত জানান। [link|http://www.MegaShare.com/112994| Avgv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।