আমাদের কথা খুঁজে নিন

   

আব্বা দিবসের কথা

আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।

আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ

void(1);আজ আব্বা দিবস। প্রতি বছরের মত এবারো এসেছে আব্বা দিবস। যারা আব্বাকে ভালবাসে তাদের জন্য এটা খুশীর খবর।

আমার জন্যও এটা খুশীর খবর। খুব খুশীর খবর। আমি আমার আব্বা ভালোবাসি । খুব ভালোবাসি । ইচ্ছা ছিলো আব্বা দিবসে আব্বাকে নিয়ে ঘুরতে যাবো,বেড়াতে যাবো।

কিন্তু বয়সের ভারে নুয়েপড়া আমার অসুস্হ আব্বার সে সাধ্য নাই । চলা-ফেরা করতে খুব কষ্ট হয় তার । ১টা ঊপহার দিবো ভাবছি । কি উপহার দিবো দেয়া যায়……….. গতবার সেলফোন দিয়েছিলাম । আগেরবার জামাকাপড় দিয়েছিলাম ।

এবার কি উপহার দিবো বুঝতে পারছিনা , সকলের পরামর্শ চাচ্ছি । ব্লকার বন্ধুদের পরামর্শ চাচ্ছি । শুধু আমি যে আমার আব্বাকে ভালোবাসি তা'না, দুনিয়ার সবাই তার আব্বাকে ভালোবাসে । অনেক ভালোবাসে । পৃথিবীর সকল আব্বাদের প্রতি রইলো আমার শুভেচ্ছা ও দীর্ঘায়ু সুস্হ জীবনের কামনা ।

আর আমার আব্বা প্রতি রইলো লাল গোলাপের শুভেচ্ছা ও অনন্ত ভালবাসা । শুভ হোক আব্বা দিবস । স্বরনীয় হোক আব্বা দিবস । সুখে থাকুক, সুস্হ থাকুক, শান্তিতে থাকুক, আমাদের আব্বার দল । জয় হোক আব্বার দল ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।