আমাদের কথা খুঁজে নিন

   

আব্বা! আমি রাসেল না!!!

এসো, গল্প শোনাই।

গল্পটা আমি আমার এক বন্ধুর কাছে শুনে লিখছি। গল্পটা রাসেল(ছদ্মনাম) নামের এক ছেলেকে নিয়ে। বাড়ি গাজীপুর। বাবা বিখ্যাত আইনজীবী।

সূতরাং সমস্যা হলো প্রাইভেসি নিয়ে। যেখানেই যায়, সেখানেই লোকজন বলে, এই তুমি উমুকের ছেলে না? নবম বা দশম শ্রেনীর সময় সবাই কৌতুহলের বশে বা সিনিয়ারিটি জাহির করার জন্য একটু আধটু ধূমপান শুরু করে। এর মধ্যে যারা বুদ্ধিমান তারা বের হয়ে আসতে পারে, অধিকাংশ মানুষ আটকে যায়। রাসেলেরও ধূমপানের শখ জাগলো, কিন্তু লুকায়ে খাওয়ার জায়গা আর খুজে পায় না। এই সমস্যার সমাধান দিলো আমার বন্ধু(যার কাছে গল্পটা শুনেছি)।

সে বুদ্ধি দিলো সন্ধ্যা রাত্রে মাঠে বসে ধূমপান করার। পরিকল্পনা মাফিক সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে গিয়ে বসলো। রাসেল পকেট থেকে সিগারেট বের করল এবং আমার বন্ধুটির কাছে আগুন চাইলো। আবিস্কার হলো, দুই আবুলের কারও কাছেই আগুন নাই। আবার আশে পাশে কোনো দোকান পাটও খোলা নাই।

সূতরাং দুই জনেই চুপচাপ বসে মশার কামড় খায় আর দেখে কেউ আগুন মাঠের পাশের রাস্তা দিয়ে আসে নাকি সিগারেট খাইতে খাইতে। প্রায় আধাঘন্টা পর রাসেল এবং আমার বন্ধুটি দেখলো কেউ একজন রাস্তা দিয়ে আসতেছে। অন্ধকারে শুধু সিগারেটের আগুন দেখা যাচ্ছিলো। রাসেল মহা উৎসাহে দৌড়ায়ে আগায় গেলো ,"আংকেল একটু আগুনটা দেয়া যাবে?" ভদ্রলোক রাসেলের হাতের সিগারেট দিতে গিয়ে থেমে গেলো,"এই তুই রাসেল না?" রাসেল বোকার মত এক সেকেন্ড চুপ করে থাকলো। এর পর উল্টা ঘুরে এক দৌড়।

দৌড়ায় আর চিৎকার দেয় ,"আব্বা! আমি রাসেল না!!!!!!!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।