আমাদের কথা খুঁজে নিন

   

যে প্রতিযোগীতা কাম্য নয়



বিশ্বকাপে আজ প্রথম মাঠে নামছে ব্রাজিল। ব্রাজিলের সব সমর্থকরা আজ চাইবে ব্রাজিল অন্তত একাধিক গোলে জিতুক কারন আর্জেন্টিনা এক গোলে জিতেছে। এই প্রতিযোগীতার বাহিরে আরো একটি প্রতিযোগীতা আজ দেখা যাবে। আমাদের দেশের বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। দেশের বিদ্যুৎ উৎপাদন কম ফলে সব এলাকায় একই সময় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।

আজো ব্রাজিলের খেলার সময় অনেক এলাকায় বিদ্যুৎ থাকবে না। সেসব এলাকায় লোকজন বিদ্যুৎ অফিস ভাংবে, রাস্তা অবোরোধ করবে। আমার মনে হয় অনেক ব্রাজিল সমর্থক প্রস্তুত হয়ে আছে যে আজ কারেন্ট না থাকলে আর্জেন্টিনার খেলার দিন যে কয়টি গাড়ি ভেংগা হয়েছে তার দ্বিগুন গাড়ি ভাংবে। যেকয়টি রাস্তা অবোরোধ করা হয়েছিল তার দ্বিগুন রাস্তা বন্ধ করে রাখবে। মোট কথা সবদিক দিয়ে তাদের জিততে হবে।

ঠিক একই প্রতিযোগীতা থাকবে আর্জেন্টিনার আগামী খেলার দিনে। এটি একটি অসুস্থ প্রতিযোগীতা। যা কোন ভাবেই কাম্য নয়। কারন দেশের যা বিদ্যূৎ উৎপাদন তা দিয়ে কোন ভাবেই সব এলাকায় এক সময় বিদ্যুৎ সরবোরাহ সম্ভব নয়। এর চেয়ে আমরা যা করতে পারি তা হলো: ১।

খেলার সময় এসি বন্ধ রাখি ২। খেলার সময় ফ্রীজ বন্ধ রাখি ৩। খেলার সময় পানির পাম্প না চালানোর চেস্টা করি। ৪। খেলার সময় কম বিদ্যুৎ খরচ করি।

সবশেষে আশা করছি ব্রাজিল কয়কটি গোল করে জিতুক ও সমর্থকরা অকারনে বিশৃংখলা সৃষ্টি থেকে বিরত থাকুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।