আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কেউই তুলসী পাতা নই !!!



তারেক রহমানের দূর্নীতির ইতিহাস আমাদের কারো আজ আর অজানা নেই। রাজপুত্রের রাজ্য গড়ার সে ইতিহাস একসময় হয়ত দেশের পাঠ্যবইগুলোতে যুক্ত করা যেতে পারে। জৈষ্ঠ্য বুর্যোয়াদের শোষনের গল্প শুনে শুনে অতিষ্ঠ হয়ে আমরা যখন নতুন প্রজন্মের নেতাদের দিকে তাকালাম, তখনি থলের বিড়ালটা বেরিয়ে এসেছিল। দেশের দুই রাজপরিবারের একটির যখন এই শোচনীয় অবস্থা তখন ১৬ কোটি মানুষ স্বরণাপন্ন হল অপরটিতে। সম্ভ্রান্ত এই পরিবারের ইতিহাস আর ৫২ পরবর্তী বাংলাদেশের ইতিহাস অনেকটা ওতোপ্রত।

১/১১ এর পরে মানুষের মধ্যে সচেতনতা দেখা দিয়েছে, অনুসন্ধানী মানুষগুলো নিজেরাই সাধ্যের মধ্যে শুরু করে তাদের নেতাদের পোষ্টমর্টেম। আর বিপত্তিটা তখনি বাধল, জানা গেল আমাদের বর্তমান ও ভবিষ্যত নেতাদের কীর্তিকান্ঠ। তথ্যনির্ভর এমনি দুইটি প্রতিবেদনের লিংক দিলাম আজকে। প্রিয় পাঠক পড়ার আপনার অনুভূতিটা জানতে পারলে লেখাটা সার্থক মনে করব। বিস্তারিত http://www.nagorikblog.com/node/1440 http://www.nagorikblog.com/node/1377 এই প্রতিবেদনটি পড়ে ২ মিনিট নিরবতা পালন করেছিলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.