আমাদের কথা খুঁজে নিন

   

ইরানের বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে হুঁশিয়ারী উচ্চারণ করেছে ব্রাজলি আর তুরষ্ক

http://www.sonarbangladesh.com/blog/mdhasan/

ব্রাজিল ও তুরস্ক, ইরানের বিরুদ্ধে নতুন কোন নিষেধাজ্ঞা আরোপ না করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার খসড়া তৈরীর পর এ আহ্বান জানানো হলো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা যৌথ এক চিঠিতে তুরস্ক ও ব্রাজিল বলেছে, ইরানের পরমাণু ইস্যুটির শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার সুযোগ দেয়া উচিত এবং শান্তিপূর্ণ সমাধানের পথে বাধা সৃষ্টি করতে পারে,এমন কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না। যৌথ ঐ চিঠিতে ব্রাজিল ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেছেন। এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ইরানের বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন।

তিনি গত সোমবার তুরস্ক ও ব্রাজিলের সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু জ্বালানী বিনিময় চুক্তির ভিত্তিতে তেহরানের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ মাস আগে যে ধরনের চুক্তির কথা বলেছিল, আমরা ইরানকে সে ধরনের চুক্তির ব্যাপারেই রাজি করিয়েছি। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের তৈরী খসড়া প্রস্তাবের বিস্তারিত বিবরণ গতকাল গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা পরিষদের ঐ প্রস্তাবের খসড়ায় বলা হয়েছে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে,নতুবা নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। প্রস্তাবটি অনুমোদিত হলে বিশ্বের কোন দেশ ইরানের কাছে ৮ ধরনের ভারী অস্ত্র বিক্রি করতে পারবে না।

এসব অস্ত্রের মধ্যে রয়েছে, ট্যাংক, সাঁজোয়া যান, বিপুল পরিমাণ গোলাবারুদ, জঙ্গীবিমান, হেলিকপ্টার গানশিপ, যুদ্ধজাহাজ, ক্ষেপনাস্ত্র ও ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মার্কিন সরকার দাবি করছে, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ বন্ধ করতে বাধ্য করার লক্ষ্যে ঐ খসড়া তৈরি করা হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সাথে ট্যাংক, হেলিকপ্টার গানশিপসহ অন্যান্য প্রচলিত অস্ত্রের কি সম্পর্ক তা স্পষ্ট নয়। তাদের মতে, ইরানকে সামরিক দিক দিয়ে কোনঠাসা করে ফেলার লক্ষ্যে এই প্রস্তাব পাশ করার উদ্যোগ নিয়েছে মার্কিন সরকার। তবে ইসলামী প্রজাতন্ত্র ইরান এর আগেই ঘোষণা করেছে,দেশটি সব ধরনের সমরাস্ত্রের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছে গেছে এবং এ ব্যাপারে পাশ্চাত্যের ওপর আর নির্ভর না করতে হবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.