আমাদের কথা খুঁজে নিন

   

স্বদেশী চোর এর হাত থেকে বাচুন।



আমাদের দেশ এ ইদানীং ফেসবুক আর ইমেইল আইডি এর পাসোয়ার্ড হ্যাকিং এর প্রবণতা বেড়ে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার পিসি তে কেঊ ফিজিকাল এক্সেস কিংবা রিমোট এক্সেস এর মাধ্যমে কী-লগার; কোন ধরণের স্টীলার বসিয়ে রেখে যায়; আর আপনি সেই পিসি থেকে লগইন করলেই কী-লগারটি আপনার পাসওয়ার্ড হ্যাকার কে মেইল করে পাঠিয়ে দেয়। তবে হ্যাকিং এর সংজ্ঞা অনুযায়ী যারা এই পদ্ধতিতে হ্যাকিং করে তাদের বলা হয় Script_Kiddie। http://en.wikipedia.org/wiki/Script_kiddie এদের কে ঠকানো খুবই সোজা; তবে যারা জেনুইন ব্ল্যাক হ্যাট হ্যাকার তারা হলেন একরকম অপ্রতিরোধ্য। আপনি যদি এইসব Script_Kiddie হাত থেকে বাচতে চান তাহলে নিচের এড-অন (Key Scrambler) টি ইন্সটল করলেই অনেকটা নিরাপদ থাকতে পারবেন আশা করি।

Click This Link এটি মূলত যা করে তা হল আপনি যাই ব্রাঊজার খোলা রেখে টাইপ করবেন এটি আপনার টাইপ করা অক্ষরটিকে এনক্রিপ্ট করে ফেলবে। ফলে আপনি যাই টাইপ করবেন না কেন; আপনার পিসি তে রাখা কী লগারটি এনক্রিপ্টেড ডাটাই দেখাবে। তবে মূল সমস্যা হল কারও কাছে যদি এর এনক্রিপ্টেড ডাটার জন্য কোন ডিক্রিপ্টর থাকে তবে সে ক্ষেত্রে বাচার আশা নাই। তবে বাংলাদেশী পুলাপাইন এর কাছে বোধহয় নাই। আর একটি এড-অন আছে যার নাম হল No Script।

Click This Link এর কাজ খুব একটা না জানলেও আমি যা বুঝেছি তা হল এটি আপনার ব্রাঊজার এ অপ্রয়োজনীয় স্ক্রিপ্ট লোড হতে দিবে না। কোন এক ফোরামে পড়েছিলাম ব্ল্যাক হ্যাট হ্যাকার রা অনেক সময় রিমোট স্ক্রীপ্ট বসিয়ে আপনার তথ্য চুরি করার চেষ্টা চালায়। এটি হয়ত সেই প্রসেস কে বাধা দান করে। তবে এই এড-অন টি যথেষ্ট বিরক্তিকর হলেও আমার এক বন্ধুর মতে এই এড-অন টি আপনার ব্রাউজার কে অনেক টা নিরাপদ রাখে। বিঃ দ্রঃ সামুতে আমার ক্ষেত্রে insert link অপশন টি কাজ করেনা বিধায় সরাসরি লিঙ্ক দিলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.