আমাদের কথা খুঁজে নিন

   

"সঙ্গী"



ধ্রুবতারার আলো ছুঁতে মেলে দাও নিঃশব্দে নির্জন হাত স্মরনের কুয়াশা মোড়া দিগন্তে আলোক জ্বেলে দেব- পুলকের বৃষ্টি রেণু মেখে অরণ্যের মত ঘিরে রবো চারিপাশ। অন্ধ জোছনায় খেলা করে যদি, সার সার ছায়া হরিণীর দৃষ্টি চঞ্চল বিদ্যুত মেঘ, এনে দেব- ক্ষীন দুরাশার নিশা ভেঙে, আলোর আকাশ। যদি ভাবো, দুঃসহ একাকী তুমি, ভাঙিয়ে দেব ভুল- জন্ম নেবে তোমার ভুল ভেঙে, নীল সমুদ্রের স্বর্ণ ডানা মেলা একদল বালিহাঁস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।