আমাদের কথা খুঁজে নিন

   

বিনিয়োগের আহ্বান মালয়শিয়ার ব্যবসায়ীদের

বুধবার দুপুরে ডিসিসিআই এবং দি এসোসিয়েটেড চাইনিজ চেম্বারর্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ মালয়েশিয়া (এসিসিসিআইএম)এর মধ্যকার বিজনেস টু বিজনেস ম্যাচ মেকিং অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়।
ডিসিসিআইতে মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসিসিসিআইএম-এর নির্বাহী উপদেষ্টা টান সিরি দাতো সং সিও হোঞ্জ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
ডিসিসিআই সভাপতি মো. সবুর খান বলেন, “বিশ্বায়নের এ যুগে আমাদের উচিত দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদার করা।”
তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে চামড়া ও চামড়াজাত পণ্য, জ্বালানি ও বিদ্যুৎ, খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ, গ্যাসচালিত শিল্পকারখানা, টেলিযোগাযোগ এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।
এসিসিসিআইএমের নির্বাহী উপদেষ্টা সিও হোঞ্জ বলেন, মালয়েশিয়ার ব্যবসায়ীরা এ দেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।
তিনি দুই দেশের বাণিজ্য বাড়ানোর জন্য চেম্বারগুলোর মধ্যকার যোগাযোগ আরো জোরালো করার সুপারিশ করেন। 
ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি নেসার মাকসুদ খান মালয়শিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ সরকারের দেয়া ডিউটি ফ্রি-কোটা ফ্রি সুবিধা গ্রহণ করে এ দেশে বিনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিসিসিআই সহ-সভাপতি আবসার করিম চৌধুরীসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.