আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্সের আইএসও ইমেজ পেনড্রাইভে মাউন্ট করবো কিভাবে? কেউ বলতে পারেন?

স্বাধীনচেতা একজন মানুষ আমি। জীবনের সব ক্ষেত্রেই যে আমি সফল হয়েছি, তা সত্যি নয়, তবে ব্যর্থ হওয়ার সংখ্যাও খুব বেশি নয়।

উবুন্টু অপারেটিং সিস্টেমে বাই ডিফল্ট একটি অপশন আছে, যার দ্বারা যেকোন সিডি ইমেজ ইউএসবি ড্রাইভে মাউন্ট করা যায়। কিন্তু উইন্ডোজে এরকম কোন সুবিধা নেই। কেউ কি বলতে পারেন, কিভাবে উইন্ডোজ থেকে আমি সিডি ইমেজ পেনড্রাইভে মাউন্ট করবো? আমার ডিভিডি রম টা অনেক পুরোনো, তাই প্রায় কোন ডিস্কই রিড করতে পারে না (ভাগ্যিস এক্সপির ডিস্কটা রিড করতে পারে)।

উবুন্টুর সিডি কিনে আনলাম, এনে দেখি রিড করছে না, বাধ্য হয়ে এক বন্ধুকে দিয়ে দিলাম। বন্ধুর কম্পিউটারে উবুন্টু চালানোর পর দেখলাম পেনড্রাইভে মাউন্ট করার একটা অপশন আছে, যা উইন্ডোজে নেই। তৎক্ষণাৎ ওর কম্পিউটারেই আবার উইন্ডোজ বুট করে নিরো দিয়ে উবুন্টুর ডিস্কটার একটা ইমেজ তৈরি করলাম। এরপর আবার উবুন্টু বুট করে আমার পেনড্রাইভে ইমেজটা মাউন্ট করলাম। শেষ পর্যন্ত ঐ পেনড্রাইভ দিয়ে আমি আমার পিসিতে উবুন্টু ইনস্টল করেছিলাম।

একটু আগে উবুন্টু ১০.০৪ ডিস্ক ইমেজ ডাউনলোড দিলাম, এখনও ডাউনলোড চলছে। ভাবছি এটা নিয়ে কি করব। কেউ কি সাহায্য করবেন, প্লিজ? যারা এখনও জানেন না, তাদেরকে বলছি, একটু আগে উবুন্টু ১০.০৪ রিলিজ হয়েছে, শিগগির ডাউনলোড করুন। উবুন্টু ১০.০৪ লুসিড লিংস

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.