আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্সের জন্য ভালোবাসা

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



সময়টা ঠিক মনে নেই, 98-99 হবে - যখন প্রথম ইন্টারনেট ব্যবহার করি তখন বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটতে ঘাঁটতে লিনাক্স আবিষ্কার করে ফেলি। বিভিন্ন ডকুমেন্টেশন ঘেঁেট বের করে ফেলি যে ftp.redhat.com থেকে এটা ডাউনলোড করা যাবে। তখনও আমি iso সম্বন্ধ্যে জানি না। আমি ভাবলাম বোধহয় পুরো ফ্লোডার স্ট্রাকচার ডাউলোড করতে হবে। এক রাত ধরে 1-2 কেবি স্পীডে ডাউনলোডের চেষ্টা করে ক্ষ্যামা দিলাম।

তারপর কোথা থেকে যেন রেডহ্যাট 5 এর সিডি পেলাম। ব্যস আমাকে পায় কে। ধুমাধুম কয়েকটা ডকু্যমেন্ট প্রিন্ট করে শুরু করলাম ইনস্টলেশন। সবকিছু ঠিকঠাক কিন্তু ইনস্টলেশনের পর আর বুট হয়না, প্রম্পটে LI দেখিয়ে বষে থাকে। কি আর করা, সমস্ত ডাটা জলাঞ্জলী দিয়ে রিফরম্যাট।

কিছুদিন পরে কেমিক্যালের তৌহিদ ভাই এর কাছে রেডহ্যাট 6.2 এর সিডি পেলাম। সাহস করে আবার চেষ্টা করলাম। এরপর ঠিক মত বুট হলো কিন্তু আমি জানিনা ইউজার নেম কি দিব। তখন root জিনিসটা কি তাই জানি না। কি আর করা আবার ফরম্যাট।

এভাবে একটু একটু করে লিনাক্সে আমার হাতে খড়ি। এরপর একে যুক্ত হই বিভিন্ন লিনাক্স ভিত্তিক সংগঠনের সাথে। পরিধি বাড়ে জানাশোনার, সেই সাথে পেঙ্গুইনের জন্য ভালোবাসা। বড় ভালোবাসি পেঙ্গুটাকে। কিন্তু বর্তমান কাজের ধরন আর আমাকে এলাউ করে না লিনাক্স ব্যবহার করতে।

ভালবাসার পেঙ্গুর সাথে দেখা হয়না বহুদিন...। এভাবেই দুরে সরে যায় ভালোবাসা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.