আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্সের জন্য টরেন্ট ডাউনলোড সফ্টওয়ার

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

টরেন্ট কি আর কিভাবে টরেন্ট দিয়ে সফ্টওয়ার ডাউনলোড করবেন উইন্ডোজে, সেটি জানার জন্য ঢু মেরে আসুন কোর আই সেভেন এর এই পোস্টটিতে অথবা নাজিরুল হক এর এই ব্লগে উবুন্টু আজকের যুগের অন্যতম সেরা লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। লিনাক্সে করা যায় না এমন কিছুই নেই।

তাই টরেন্ট ডাউনলোড করা যাবে না কেন! বাই ডিফল্ট উবুন্তুতে বেশ কিছু টরেন্ট ডাউনলোড করার সফ্টওয়ার দেয়া থাকে। লিনাক্সের বেশ কিছু জনপ্রিয় টরেন্ট ডাউনলোডের সফ্টওয়ার হল: Bitswash Transmission Vuze QBittorrent Miro Frostwire তবে আমার পছন্দ Deluge নামের বিট টরেন্ট সফ্টওয়ারটি। এটি বেশ ভালো আর ইউজার ফ্রেন্ডলি। তবে কোন সফ্টওয়ারটি বাছাই করে নেবেন টরেন্ট ডাউনলোডের জন্য, সেটি আপনার পছন্দের ব্যাপার। Deluge ডাউনলোডের জন্য এর হোমপেইজে যেতে পারেন, অথবা উবুন্তু থেকে টার্মিনাল নিচের কমান্ড লিখুন: sudo apt-get install deluge-torrent আপনার একাউন্টের পাসওয়ার্ড দিলেই ডাউনলোড আর ইনস্টলেশন সফলভাবেই শেষ হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.