আমাদের কথা খুঁজে নিন

   

কিছু অপ্রাসঙ্গিক কথা

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

কিছু অপ্রাসঙ্গিক কথা শাফিক আফতাব..................... অর্থের মুক্তি বড় মুক্তি ক্ষমতাবানের যুক্তি বড় যুক্তি তুমি আমি যা বলি সব প্যাচাল আর পাঁচালি সাহেবের ফুটন্ত বাতাসের গন্ধ নেই প্রেমিকের চোখে প্রেমিকার মন্দ নেই গরিবের জন্য কোনো সাইন নেই পুঁজিবাদীদের আইন নেই। চ্যানেলে সব হয়__ আর হয় অর্থে সাহেবেরা ঢালে সব গর্তে তোমার আমার মুক্তি নেই আমাদের কোনো যুক্ত নেই।

আজ পিওনও চলে চ্যানেলে ফকিরও স্নান সারে ক্যানেলে বিদ্বানের আছে আজ মুদ্রাকিট ক্ষমতাবানের লাগেনা টিকিট। খাস জমির মতোন তাদের সব ফ্রি চ্যানেলের জোরে আনে কোর্টের ডিক্রি। ২৬.০৮.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।