আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রাসঙ্গিক

অশান্ত ধমনী, দৃপ্ত হৃদস্পন্দন, আজন্ম দহন-- সব স্বপ্ন সমীপে!

সমূদ্রের রং কি জানো ? নীল- সত্যিই ? নাহ্ কেমন যেন পেষ্ট এর মত আকাশী- কখনওবা রক্তিম -লালাভ স্বচ্ছ- সাদাটেও লাগে মাঝে মাঝে- আরো কতই না হতে পারে বর্ণীল- যাই হোক না কেন, সাগরের রং , রুপ , বর্ণের কতটুকুই বা স্বকীয় ? নিগূঢ় মহত্ত্বে নিহীত আরো প্রগাঢ় সত্ত্বা- সে যে, সীমাহীন আকাশ....!! গতি-প্রকৃতি, জোয়ার-ভাটা, সেও তো আকাশেরই চাঁদের দান এতটুকু স্রোতও ভাগ্যে জুটত না যদি না আকাশের বুক চিরে অনুগ্রহ আসত বাতাসের। ভেবে দেখ বন্ধু- এত দান, কৃপা, অনুগ্রহ করেও কি আকাশ ফুরিয়ে যায়- ? কমে কি যায় এতটুকু বিশালতা, মহত্ত্ব ? তবে কেন- আকাশের চেয়ে বড় কোন সত্ত্বা আমার মত এঁদো ডোবা দেখে থমকে দাঁড়ায় ?? কালো মেঘের রাশি বুকে ধারন করে.........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।