আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক ও আলেমদের বিরুদ্ধে নিজামীর ক্ষোভ ।



জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেন, ‘যাঁরা সাংবাদিকতার সব নৈতিকতা পরিহার করে এমন নিউজ তৈরি করেছেন, তাঁরা হয়তো সুখ অনুভব করছেন। একটা পত্রিকা নিউজ করেছে, রফিকুল ইসলামের কথা শুনে নাকি সাংবাদিকেরা ক্ষোভে ফেটে পড়েছেন। ...আমি সব খবর পড়েছি। হেডিং করেছেন যেটা নিয়ে, নিউজের সঙ্গে তার হুবহু মিল নেই। আমাদের দেশের মানুষের সময় নেই, অনেক সময় শুধু হেডিং পড়েন।

মানুষকে ক্ষেপিয়ে তোলার জন্যই এটা করেছেন। ’ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খানের সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশের কারণে তিনি সাংবাদিক ও আলেমদের বিরুদ্ধে এই ক্ষোভ প্রকাশ করেন। রফিকুল ইসলামের ওই বক্তব্যের পর কয়েকজন আলেম নিজামীর কুশপুত্তলিকা পুড়িয়েছেন। আজ সোমবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক ওলামা সমাবেশে নিজামী সাংবাদিক ও আলেমদের বিরুদ্ধে নানা অভিযোগ ও ক্ষোভ করেন। বেশ কয়েকটি পত্রিকা এই খবরের শিরোনাম হিসেবে ছেপেছিল, ‘মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা’।

এই সংবাদ প্রকাশের পর ওলামা মাশায়েখ সংহতি পরিষদ নিজামীর কুশপুত্তলিকা পুড়িয়েছিল। সাংবাদিকদের বিরুদ্ধে নিজামী বলেন, ‘যাঁরা তুলনা নামে চালিয়েছেন, তাঁরা হয় অজ্ঞ, গণ্ডমুর্খ, নইলে চরম জ্ঞানপাপী। তাঁদের অন্তরে ইসলামের বিরুদ্ধে আগুন জ্বলজ্বল করছে। ’ জামায়াতের আমির বলেন, ‘আমরা সাংবাদিকদের দোষ দিতে চাই না। সাংবাদিক বন্ধুরা সবাই ইচ্ছা করে জামায়াতের বিরুদ্ধে রিপোর্ট করেন না।

চাকরি রক্ষার জন্য অনেকে জামায়াতের বিরুদ্ধে রিপোর্ট করেন। যাঁরা এমন হেডিং করেছেন, তাঁরা যতটা না সাংবাদিক, তার চেয়ে বেশি ইসলামিক শক্তির রাজনৈতিক প্রতিপক্ষ। আওয়ামী লীগের হয়ে তাঁরা এমন লিখেছেন। ’ তিনি আরও বলেন, ‘আমাকে নাকি জামায়াতের নেতারা মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করেছেন। আমি বলতে চাই, মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করার প্রশ্নই আসে না।

রাসুলের সঙ্গে তুলনা তো দূরের কথা, সাহাবিদের মধ্য থেকে যিনি সবচেয়ে কম সময়ের জন্য মহানবী (সা.)-এর সাহচর্য পেয়েছেন, তাঁর পায়ের ধুলার কোটি ভাগের এক ভাগের সঙ্গেও আমার তুলনা হয় না। ’ ওলামা মাশায়েখ সংহতি পরিষদের সভাপতির সমালোচনা করে নিজামী বলেন, ‘ইসলামের নাম নিয়ে দ্বীনদারির লেবাস পরে যাঁরা ইসলামী আন্দোলনের মূল শক্তিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে মাঠে নেমেছেন, আল্লাহ তাঁদের শুভবুদ্ধি দান করুন, নইলে তাঁর গজবের সিদ্ধান্ত হয়ে থাকলে তা বাস্তবায়ন করুক, আমাদের কিছু বলার নেই। ’ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে আমাদের জমিন ছাড়া করার যত চেষ্টা করবেন, আল্লাহ আপনাদের ক্ষমতা ছাড়া করার তত ব্যবস্থা করবেন। ...আমাদের পালাবার রাস্তা নাই। আমরা পালাব কোথায়? আমরাই দেশপ্রেমিক; যেহেতু আমাদের ওপর আঘাত আসছে।

’ সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, ‘আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে ওনারা ধোঁয়া তুলছেন। আমি রাসুল (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করেছি বলে কেউ কেউ শিরোনাম করেছে। কিন্তু সংবাদে তা নেই। আমি প্রতিবাদ করেছি, বিবৃতি দিয়েছি, সেটা ছাপলেন না। পত্রিকাগুলো আমার বক্তব্যকে বিকৃত করে নিউজ ছেপেছে, আমার বিবৃতিটা ছাপলেন না কেন?’ গত বুধবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত সিরাতুন্নবী (সা.)-এর আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান বলেছিলেন, ‘ইসলামের দাওয়াত দেওয়ার সময় মহানবী (সা.)-এর বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র হয়েছে।

তেমনি আজ বাংলাদেশে নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হচ্ছে। ’ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। http://www.bangladesh.net/prothom-alo.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.