আমাদের কথা খুঁজে নিন

   

ভূতের শহর!

এই শহরটিকে বলা চলে কৃত্রিম ভুতুড়ে শহর। বর্তমান দুনিয়ার দ্বিতীয় প্রধান অর্থনৈতিক শক্তি চীন করেছে এ কাণ্ড। আফ্রিকার খনিজ সমৃদ্ধ দেশ অ্যাঙ্গোলায় প্রায় ২.২ বিলিয়ন ইউরো খরচ করে নোভা সিডাডে ডি কিলাম্বা নামে অদ্ভুত একটি স্যাটেলাইট শহর তৈরি করেছে চীনারা। রাজধানী লুয়ান্ডার উপকণ্ঠে অবস্থিত এ উপশহরটিতে একটি আধুনিক শহরের সব সুযোগ-সুবিধাই আছে। রয়েছে আটতলাবিশিষ্ট আবাসিক ভবন, এক ডজনের বেশি স্কুল, একশর বেশি দোকানপাটের জায়গা।

কিন্তু একটি শহর আদতেই যাদের জন্য তৈরি হয় এ শহরে তারাই অনুপস্থিত। অধিবাসীর অভাবে এটি এখন আফ্রিকার প্রথম ভুতুড়ে শহরে পরিণত হওয়ার শঙ্কায় পড়েছে। চীন তাদের উত্তরোত্তর বেড়ে চলা অর্থনীতির চাকা সচল রাখতে আফ্রিকার বিভিন্ন দেশে বিনিয়োগ করছে। এরই অংশ হিসেবে তাদের রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট করপোরেশন অ্যাঙ্গোলায় প্রায় সাড়ে ১২ হাজার একরের বেশি জায়গায় গৃহায়ন ও উন্নয়ন করেছে। এর বিনিময়ে তারা দেশটি থেকে তেল নিয়ে যাচ্ছে।

পাঁচ লাখ লোকের আবাসনের জন্য তৈরি করা কিলাম্বা প্রজেক্টে প্রতিটি ফ্ল্যাটের দাম দরিদ্র বস্তিবাসীর ক্রয়ক্ষমতার বাইরে। তাই অবিক্রীতই থেকে গেছে সিংহভাগ ফ্ল্যাট। দারিদ্র্যপীড়িত একটি দেশে এ রকম সারি সারি সুসজ্জিত দালান, অত্যাধুনিক রাস্তাঘাট, মার্কেট, শপিং কমপ্লেঙ্, স্কুল-কলেজ দেখলে ঘাবড়ে যেতেই হবে। শুধু কী তাই সেই শহরটিতে ঢুকে আপনি যে দিকেই যাবেন, কোনো যানবাহন নেই। অধিবাসীও হাতেগোনা।

তাই এটি এখন পরিণত হয়েছে বিশ্বের প্রথম পরিকল্পিত ভুতুড়ে শহরে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।