আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: সংসদ সদস্যদের আচরন ও আমাদের শিক্ষণীয়



প্রায় ১৬ কোটি মানুষের আশা আকাঙ্কার প্রতিক আমাদের মহান জাতীয় সংসদ। আর সংসদ সদস্য নির্বাচিত যারা হন তারা হচ্ছেন দেশের সর্বোচ্চ সম্মানীত ব্যক্তিবর্গ। তারা আমদের আদর্শ। তাদের আচরন অনুকরণীয়। কিন্তু মহান জাতীয় সংসদে তাঁদের আচরন আমাদেরকে হতাশার মধ্যে ফেলে দিচ্ছে।

কথা বার্তা এমন আক্রমণাত্মক যা বর্তমান সভ্য সমাজে কেউ কল্পনা করতে পারেনা। দিন বদলের শ্লোগানে মানুষ আশান্বিত হয়ে নিরঙ্কুশ বিজয় দিয়েছে বর্তমান ক্ষমতাসীন সরকারকে। মানুষ আশা করেছিল দেশের অবকাটামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের সমাজ জীবনেরও পরিবর্তন হবে। সমাজে থাকবেনা টেন্ডারবাজী, থাকবেনা ভর্তি বানিজ্য, থাকবেনা অসদাচার। কিন্তু মানুষের আকাঙ্কায় ছাঁই।

মহান জাতীয় সংসদে সরকারি দলের ভুমিকা আরো সহনশীল হওয়া উচিত বলে সাধারণ মানুষের দাবী। সরকারি দল হিসেবে অনেক কিছু সহ্য করতে হবে। মনে রাখতেহবে বিরোধী দল আপনাদেরকে জনগনের কাছে ব্যর্থ হিসেবে প্রমাণিত করতে সদা ব্যস্ত। আমি উভয় দলের প্রধানকে সবিনয়ে অনুরোধ করবো আপনারা আপনাদের এমপি মহোদয়দের শাসিয়ে দিন অতিতের কর্মকানড নিয়ে না ভেবে দেশ ও জাতির কল্যানে আত্ম নিয়োগ করতে। মনে রাখতে হবে লক্ষ লক্ষ মানুষেযর প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এভাবে চলার জন্য।

দেশকে পৃথিবীর মানচিত্রে একটি সমৃদ্ধ দিশ হিসেবে প্রতিষ্ঠিত করতে। প্লিজ আসুন আমরা সকলে মিলে আমদের কর্তব্য কাজে অবহেলা না করে ছোট্ট এ দু:খী দেশমাতৃতাকে গড়ে তুলতে আত্ম নিয়োগ করি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।