আমাদের কথা খুঁজে নিন

   

আহবান



যদি তুমি কবিতা লেখার স্পট না পাও তাহলে তুমি যেতে পার সস্তা কোন হোটেলের নির্জন টেবিলে । না হলে তুমি সোজা চলে যেতে পার - গ্রামের ধুলিময় পথের বৃদ্ধ বট গাছের ছায়া তলে , কিংবা পাহাড়ী পথের বাঁকে বাঁকে; অথবা নদীর কূলে- যেখানে খেয়া নৌকা এপার ওপার করে । ইচ্ছে করলে তুমি ব্যস্ত শহরের ঘিঞ্জি পতিতালয়ে যেতে পার - সেখানে ওরা তোমাকে লেখার জন্য আরামদায়ক কক্ষ ছাড়াও একটা জিজ্ঞাসা মূলক বড় থিম দিবে । তা না হলে তুমি বরং এতিম খানা বা রাস্তার ঐ টোকাইদের কাছে ,না হয় বৃদ্ধাশ্রমে যাও- যেখানে তুমি নির্জনে মাথা ঠান্ডা করে অনেক বিষ্ময়কর একটা থিম নিয়ে লিখতে পারবে । শেষে বলি, যদি তুমি আর কোথাও কোন সুন্দর স্পট না পাও তাহলে অন্তত এই স্বপ্নহীন ধূসর স্বপ্নের কাছে চলে এসো !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।