আমাদের কথা খুঁজে নিন

   

আহবান

নূর রবি

একটা মন খারাপের বিজ্ঞাপন দেব, তুমি বিলবোর্ড হবে? একটা মন খারাপের ছবি আকঁব, তুমি ক্যানভাস হবে? একটা মন খারাপের কবিতা লিখব, তুমি পদ্য হবে? আমার খুব মন খারাপ হবে, কারন টা তুমি হবে? রাজনৈতিক বিজ্ঞাপনের চেয়ে দামী হবে বিলবোর্ড পিকাসো-ভিঞ্চি-দালিকে মানাবে হার সে ছবি! নেরুদা-সুনীল-রবীন্দ্রনাথেরা অসহায় হয়ে রবে কবিতায় আমার খুব মন খারাপ হবে, কারন টা তুমি হবে যে! শীতের দিনের ভদকা হবে, মধ্যরাতের শ্যাম্পেন হবে শরতে তুমি প্রেয়সী হবে, বসন্তে তুমি বাসন্তী হবে! বর্ষাতে তুমি উষ্ণ হবে, হবে মিড সামারে কালবোশেখীর ঝড় হেমন্তে আমি মন খারাপ করব, কারন তুমি দুঃখ হবে! আমার তখন খুব মন খারাপ হবে, কারণ টা কি তুমি হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।