আমাদের কথা খুঁজে নিন

   

আহবান ....

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

[গাঢ়]পৃথিবীতে অপরাধী হয়ে জন্মায় না কেহ[/গাঢ়] [গাঢ়]আজ যারা সৃষ্টি করেছে এই অপরাধী দেহ, [/গাঢ়] তারাই উঁচু চেয়ারে বসে সোনার কলমে হিসাব কষে বাঁ হাতের কাজ সেরে নিতে সদা প্রস্তুত-- কোনো এক জঘন্য প্রভাতে\ [গাঢ়]নেতা নেতা বলে যখন[/গাঢ়] [গাঢ়]চিৎকার করে লোকে, [/গাঢ়] [গাঢ়]ধ্বংসের রাজনীতিতে মেতে উঠে [/গাঢ়] [গাঢ়]নেতা সেই ফাঁকে\[/গাঢ়] অবুঝ জনসাধারন বোঝেনা ভাল মন্দ অস্ত্র হাতে তুলে নেয় পেলে টাকার গন্ধ। সেই সুযোগে-- উঁচু চেয়ারটায় বসে আড়াল থেকে ধরিয়ে দেয় তাদের হাতে নীল নকশা এঁকে\ নিবের্াধ সেই লোকটার কাজ ফুরিয়ে গেলে আড়াল থেকে আইনের মায়াজালে জড়িয়ে তাকে শিকল পরায় জেলে, কিংবা শুইয়ে দেয় তাকে মৃতু্যর কোলে-- অস্ত্র উদ্ধারের নামে ক্রসফায়ার বলে\ [গাঢ়]ঝাঁকে ঝাঁকে ছুটে আসুন দেশবাসী আজ[/গাঢ়] [গাঢ়]বিষাদের অভয়ারন্যে হয়তো হবে সাঁঝ, [/গাঢ়] [গাঢ়]তবুও একসঙ্গে মিলিয়ে কাঁধে কাঁধ [/গাঢ়] [গাঢ়]ভেঙ্গে দিয়ে পিচাশদের কালো ছায়ার হাত [/গাঢ়] [গাঢ়]মুক্তির সন্ধানে খুঁজি নতুন প্রভাত\[/গাঢ়]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।