আমাদের কথা খুঁজে নিন

   

আহবান

নিজে শিখি ও অপরকে জানাই তোমাদের কি হল ভাই? যখনই তোমাদেরকে ভালো কাজের আহ্বান জানাই পালিয়ে বেড়াও তোমরা হরহামেশাই। লজ্জা করেনা মুসলমানের সন্তান হয়ে সকল ইসলামী নীতি- মূল্যবোধ ক্ষয়ে পাশ্চাত্যের অশ্লীল আদর্শ বেড়াচ্ছ বয়ে। আদর্শ ভুলে তোমরা হয়েছ হিংস্র হায়েনা ওপর ভাইকে ক্ষতি করতে খুঁজছ নানা বাহানা জানিও, ঘৃণ্য কুকুরও অপর কূকূড়ের মাংস খায়না। পুরুষ হয়ে ধরেছ বেশভূষা নারীর মতন দ্বীন না বুঝার কারণে তোমাদের এই অধঃপতন সময় এখনও ফুরিয়ে যায়নি, হও চেতন। সব কিছুরই জন্য রয়েছে এক নির্দিষ্ট সময় জানিও, ফল পাকার সময় হলেই ফল পক্ব হয় কেন মিছেমিছি নারীর পিছনে ঘুরে করছ অর্থ ক্ষয় ? ভেবেছ সম্পদ , নারী, বাড়িই জীবনের সব ভুলেছ তাকে, তোমায় গড়েছে যে রব বুঝিবে, যেদিন তুমি হবে শব । কাঁদিবে সেদিন তুমি অধঃবদনে জ্বলিবে তুমি ভীষণ বিবেক দংশনে পৃথিবীর এই কুহকীরূপ পড়বে মনে । আবারো বলি, এখনো সময় আছে, এসো সবাই কুরআনের আলোয় জীবন গড়াই দয়াময়ের কাছে দয়া ভীক্ষা চাই। পরিশেষে সবার কাছে রইল নিবেদন জাহিলিয়াতের পথে থেকে করনা মৃত্যুবরণ এসো সবে ইসলামের কাছে করি আত্মসমর্পণ। ******* *** **** **

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।