আমাদের কথা খুঁজে নিন

   

আহবান



বন্ধুরা দেশ আজ এক সংকটময় মুহুর্ত অতিক্রম করছে। আজ আমাদের ঐক্যবদ্ধভাবে এ সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক নীতি নির্ধরাকরা একে অপরের বিরুদ্ধাচরণ করতে বেশি ব্যস্ত। স্বাধীনতার পর এই প্রথম সম্ভবত জাতীয় কুচকাওয়াজ এর পরিবেশ সৃষ্টি করা গেল না। এটার চেয়ে বড় অপমান আমাদের আর কি হতে পারে। '৭১এর স্বাধীনতার পর দেশ অনেক সংকটময় মুহুর্ত পার করেছে কিন্তু কখনো এমন একটি জাতীয় অনুষ্ঠান বন্ধ করতে হয়নি কিন্তু আজ আমরা স্বাধীনতার বীর সৈনিকদের শ্রদ্ধা জানানোর আয়োজনকে সঠিক ভাবে সম্পন্ন করতে পারলাম না। হয়তো '৭১ এ যারা এদেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছিল তারা আজ মুখ টিপে হাসছে আর আমরা অপমানের লজ্জায়.... আমি জানি না এ সংকটের শেষ কোথায় ? কিভাবে পিলখানাতে এমন ভয়াবহ একটি অপ্রীতিকর ঘটনা ঘটল ? আমাদের গোটা পাচেক গোয়েন্দা সংস্থা কি করছিল ? নাকি সরকারের কোন অংশ সাবোটাস করেছে ? আমরা বুঝতে পারছি না পিল খানার বিদ্রোহীরা আওয়ামী লীগ এর এমপিদের সাথে মোবাইল সংলাপ করলো ? যেখানে আমরা সবাই জানি বিদ্রোহীদের যোগাযোগ করার জন্য নতুন মোবাইল নম্বর দেয়া হয়েছিল এবং তাতেই সব যোগাযোগ হচ্ছে বলে প্রচার করা হল। কিন্তু আজ শোনা যাচ্ছে ঐসব এমপিদের ব্যক্তিগত নাম্বারে বিডিআর জোয়ানরা যোগাযোগ করছে। ঐসব এমপিদের ব্যক্তিগত নাম্বার জোয়ানরা পেল কোথায় ? আমি হতাশা ছাড়া কোন মন্তব্য করতে পারছি না। সারা বিশ্ব যেখানে অর্থনৈতিক মন্দায় ধুকছে, আমাদের অর্থনৈতিক অবস্থা যখন ভঙ্গুর প্রায় তখন আমরা লড়াই করছি কিছু আধিপাত্যবাদী দালালদের হাত থেকে দেশ কে রক্ষা করতে ? তারপরও আমাদের নীতি যেন না হয়- "তুমি আর আমি বাকি সব হারামী"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।