আমাদের কথা খুঁজে নিন

   

আহবান.........................

..

তুমি কি পারবে সখী আমায় ছেড়ে থাকতে? নিজের সাথে যুদ্ধ করে কেন তুমি হারবে? আমি তো জানি নিরালায় বসে, এখনো তুমি ফেলছ চোখের জল, জল নয় গো সখী এ যে হৃদয়ের রক্ত ক্ষরন। সবার মত তুমিও হয় তো করেছ খানিক ভুল, সেই ভুল যদি মানতেই না পরি, তবে কিসের এতো ভালবাসা কিসের অনুকুল! তোমায় ছাড়া চোখের পাতা এক হয় না মোর, উদাস মনে ভাবি শুধু ঐ মায়াবী মুখ। প্রতিটা সময় জড়িয়ে ছিলে কিসের এতো মায়ায়, সেই মায়া জাল ছিঁড়ে ফেলবো সাধ্য আছে কি আমার! এই পরানে ডাকছে সখী আবার ফিরে আয়, তোর আকাশের চাঁদ যে ডাকে বসে নিরালায়। ০৭/০৮/২০১৩ শাহবাগ, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।