আমাদের কথা খুঁজে নিন

   

আহবান।

http://www.paybox.me/r/rihan

তোমরা কেউ কি বন্ধু হবে আমার, খোলা কি রয়েছে কারও হৃদয়ের দুয়ার, কেউ কি তোমরা দেবে হাতখানি বাড়িয়ে, একটু হেসে, প্রাণ থেকে না হোক, করুণার বেশে, বসতে দিবে আমায় তোমাদের পাশে, সম্রাটের বেশে না হোক, ভিখারীর বেশে, মুঠো মুঠো স্বপ্ন দিয়ে ভরিয়ে দেবে আমার হৃদয়ের থালাখানি, আঁধারের আঘাতে মৃত-প্রায় আমার সত্ত্বাকে শোনাবে-- ভুলে যাওয়া আলোর পথের বাণী। তোমরা কেউ কি নিয়ে যাবে আমায়, সেই পৃথিবীতে, যে পৃথিবীর প্রতি পরতে পরতে নেই বিষাদের ক্ষত, নুপূরের আওয়াজ বেজে ওঠে না শেকলের মতো, দুঃখগুলো চোখ রাঙায় না ক্ষুধার্ত হায়নার মতো, আপনের চোখে দেখা যায়না শেয়ালের চতুরতা, শিশুর কণ্ঠে শোনা যায় না আহত ফড়িংয়ের কাতরতা তোমরা কেউ কি আমায় নিয়ে যাবে সেই পৃথিবীতে, কালো মেঘ সরিয়ে জোছনার প্লাবনে ভাসিয়ে দেবে আমার আকাশখানি, যে আকাশে শঙ্খচিল ভেসে বেড়ায় আপন আনন্দে, নিজের মতো; আমি হাত বাড়িয়ে দিলাম, অপেক্ষায় রইলাম, তোমরা আমায় হাতছানি দিয়ে ডেকো, স্বপ্নের অভয়ারণ্যের হাতছানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।