আমাদের কথা খুঁজে নিন

   

পলিটিক্স কে পলিটিক্স ছাড়া কোনো সুশীল তরীকায় মোকাবেলা করা যায় না!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন করে শাহজালাল (রহ) করা হয়েছে বলে যারা আহাজারিতে ব্যস্ত, আওয়ামী লীগের এমন নাম বদলের রাজনীতিতে বিষোদগারে মত্ত তাদের পরিশীলিতভাবে রাজনীতি অনভিজ্ঞ বলা যায়। জিয়ার নাম পরিবর্তন করে ধর্মীয় একজন নেতার নামে করার ফলে শাহজালাল (রহ) এর নাম পুনরায় পরিবর্তন করার মত মোরাল সাপোর্ট না-প্রাপ্তির বিষয়টা নিশ্চিত করা হয়। জিয়া নামাঙ্কিত স্থাপনা পরিবর্তন করে বঙ্গবন্ধু নামকরণ এবং ভাইসভার্সা, তীব্র সমালোচনার অবকাশ দেয়, কিন্তু পরিবর্তিত নাম যদি এমন কারো হয় যা পরিবর্তনে ধর্মানুভূতির প্রবল বাঁধা উপস্থিত হবে, তবে বিতর্কের সুযোগ কমে আসে। নাম পরিবর্তন করার দৃষ্টান্ত সূচনা করেছিলো যে রাজনীতি - সেই রাজনীতির অনেক পরিণত ধরণ হচ্ছে এই কাউন্টার-এটাক। রাজনীতি সবসময়ে পদ্ধতিগত প্রতিবাদের উত্তরণ ঘটায়, দৃষ্টান্তমূলক অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়। কিন্তু যারা এই নামবদল সংস্কৃতির প্রতিবাদ করে তারা মূলত নামবদলের পেছনে যে ইতিহাস ও ঐতিহ্য পরিবর্তনের গভীর ষড়যন্ত্র রয়েছে তা অনুধাবন ও স্বীকার করতে অনাগ্রহী। স্বাধীনতার ঘোষণা বিতর্ক যেখানে বিতর্ক হিসাবে স্থান পাবার মত জায়গা পায় সেখানে সবচেয়ে বড় রাজনৈতিক পরিচয়ের বদল ঘটার ষড়যন্ত্র বিদ্যমান থাকে। বিএনপির মত শীর্ষস্থানীয় রাজনৈতিক দল যখন স্বাধীনতার স্থপতির দেয়া স্বাধীনতার ঘোষণাকে রেডিওতে উপস্থাপনকারী একজন ঘোষণাকারী বা এনাউন্সারকে মহান স্বাধীনতা আন্দোলনের ঘোষক হিসাবে প্রতিষ্ঠা করার মত সস্তা বিষয়কে বিতর্কের বিষয় হিসাবে টেনে নিয়ে আসতে পারে - তখন পরিচয় ও নাম বদল সংস্কৃতির মোকাবেলায় পুনরায় নাম বদল ঘটতে থাকাটাই রাজনৈতিক শুদ্ধতা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।