আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটি মৃদু হাসির জোকস.....



১. কেরানীঃ ম্যানেজারকে বলল আমি এত দিন ধরে তিনজন লোকের কাজ এক জনে করেছি । আমার মাইনে বাড়াতে হবে । ম্যানেজারঃ মাইনে এখন বাড়ানো অসম্ভব। কিন্তু তুমি বাকি দুজনের নাম বল তাদের এক্ষুনি বরখাস্ত করব। ২. ডাক্তার রোগীকে বলেছেন আপনি সকালে ২টা রুটি দুপুরে ২টা ডিম আর রাটে ১ থালা ভাত খাবেন।

রোগি: এগুলো কি আমি খাবার পরে নাকি আগে খাব? ৩. ফিলিপ তার ছেলেকে উনুনের ওপর বসিয়ে দিয়ে ঠিক যে মুহুর্তে ছেলেটি লাফ মারলো বাবা এক পা সরে দাড়ালো। ছেলেটি মাথা গুজে পড়লো মাটিতে এ থেকেই তুমি একটা একটা শিক্ষা পাবে , বললো ফিলিপ - কাউকে বিশ্বাস করবেনা । এমন কি তোমার বাপকেও না । ৪. দুটি গরু মাঠে একসাথে দাঁড়িয়ে রয়েছে। একজন আরেকজনকে প্রশ্ন করল : তুমি কি "ম্যাড কাউ ডিজিজ" এর ব্যাপারে শুনেছ? কি ভয়ংকর রোগ!! অন্যজন বলল : "আরে ওসব জেনে কি হবে, আমি তো একটা ঘোঁড়া! ৫. . : কমিশনার সাহেব বাসায় আছেন ? : কেন ? : আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার | : তিন মাস পরে আসেন, উনি নারীঘটিত কেসে ছয় মাসের জেলে আছেন।

৬. সুজন একবার ভারত এসেছিল বেড়াতে। কলকাতা শহর ঘুরে দেখতে সে একদিন মেট্রো রেলে উঠলো। ট্রেন যখন ছাড়ছে সে সময়ে একটা লোক ছুটতে ছুটতে উঠতে গিয়ে দরজায় আটকা পড়লো। সুজন এবং অন্য যাত্রীদের টানাটানিতে লোকটা কোনরকমে ভেতরে ঢুকলো। কিন্তু তার একটা কান কাটা পড়ল।

ট্রেন থেমে গেছে। সবাই যখন লোকটার সেবা শশ্রুষায় ব্যস্ত তখন সুজন প্লাটফর্মে নামলো লোকটার কানের খোঁজে। বহু খোঁজাখুজির পর কানটি উদ্ধার করে লোকটার হাতে দিলো সুজন। বললোঃএই নিন আপনার কান। লোকটা অম্লান বদনে বললোঃ এটা আমার কান নয়, আমার কানে বিড়ি গোঁজা ছিল।

৭. শিক্ষকঃ কিরে কামাল, তোর আর তুহিনের গরুর রচনা হুবহু এক রকম হলো কী করে? কামালঃ স্যার আমরা দুজনে একই গরু দেখে লিখেছি যে ! ৮. এক শিক্ষক ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করেন - এমন জিনেসের নাম বল তো যা ভিন্ন ভিন্ন নামে পরিচিতি হয় । ছাত্র- চুল শিক্ষক - কিভাবে ? ছাত্র- মাথায় আমরা বলি চুল , চোখের উপরে থাকলে বলি ভ্রু, ঠোটের উপরে থাকলে বলি গোফ , গালে ও চিবুকে থাকলে বলি দাড়ি । বুকে থাকলে বলি লোম এবং ...... শিক্ষক- সাবধান আর নিচে নামিস না । ৯. শিক্ষক : ‘আমি একজন মানুষকে খুন করেছি’- এই বাক্যটাকে ভবিষ্যত কালে রূপান্তর করো তো | ছাত্র : ‘আপনি শীঘ্রই জেলে যাবেন ' | ১০. ১ম বন্ধু : জানিস, আমি ছোটবেলায় একবার পাঁচতলা থেকে নিচে পড়ে গিয়েছিলাম। ২য় বন্ধু : বলিস কি! তারপর? তারপর কী হলো? তুই কি মরে গিয়েছিলি? ১ম বন্ধু : কী জানি! ছোটবেলার কাহিনী কি আর এখন মনে আছে? ১১. এক ব্যক্তি মদ খাওয়া অবস্থায় আরকেজন এসে উপস্থিত ওনি ঐ ব্যক্তিকে মদ খাওয়ার আমন্ত্রন জানালো দ্বিতীয় ব্যক্তি বলল আমি দুটি কারণে মদ খাব না।

প্রথমত: আমি বাবার মৃত্যুর সময় বাবাকে ছুয়ে কসম করেছিলাম আর মদ খাব না। দ্বিতীয় কারনটি হল আমি এইমাত্র এক বোতল মদ খেয়ে এসেছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।