আমাদের কথা খুঁজে নিন

   

∞মৃদু অালাপ∞




উৎসর্গ :::হিমু আর রুপাকে। । ।

-আচ্ছা আপনার কাছে কি একটা কলম হবে?
-কেন? হবে।
-ওহ তাইলে দিন।

আসলে আপনার
নামটা আমি আমার খাতায় লিখতাম।
মেয়েটা হকচকিয়ে গেল।
-আপনি কেন আমার নাম লিখবেন?
-আসলে আমি চোখ দিয়ে যতসব
সুন্দরী মেয়েদের দেখি তাদের নাম
আমি আমার খাতায় লিখে রাখি। একরকম
hobby বলতে পারেন। ।

আপনার নামটা plz
বলুন।
-দেখুন,,,,,
-জ্বী আমি দেখছি।
-উহহহ,,(বিরক্ত হয়ে)আমার কোনো নাম
নেই।
-কি বলছেন?আপনিই মনে হয় পৃথিবীর প্রথম
মানুষ যার কোনো নাম নেই। ।

আপনার নাম
গিনেজ বুক এ লেখানো উচিত। কিন্তু সেটাও
মুশকিল আপনারতো নামই নেই।
আপনার কিন্তু আফসুস করার কথা। ।
-আমি আপনাকে আমার নাম বলব না।

। ।
-কেন বলবেন না?নাম যদি কাউকে বলারই
না হত
তাইলে কারো বাবা মা কোনো সন্তানের
নাম রাখতেন না। । ।

বলুন। ।
-না।
-ওহ,না দিলেতো আর কিছুই করার নেই।
আমার একটু কষ্ট বাড়বে।


-কি করবেন?
-শুধু জেনে রাখুন মানুষের কাছে অসম্ভব কিছু
নেই। আচ্ছা আসি তাহলে।
-শুনুন। আমার নাম রিমি।
-ধন্যবাদ।

আমার নাম রিশান।
-আমি আপনার নাম জানতে চাই নি।
-আরে বাদ দেন। মেয়েরা তাদের মনে যা চায়
প্রায় সময়ই তার বিপরীতটা করে।
-ফালতু কথা।


-ফালতু না। আপনি কিন্তু কিছুক্ষণ আগেই
তার প্রমাণ দিলেন।
(রিমি হাসছে)
-আচ্ছা এখন আপনার আসল নাম বলেন।
রিমি হকচকিয়ে গেল। আসলে মিথ্যা বলার পর
সত্য শুনলে যা হয়।


- দেখুন এটাই আমার আসল নাম।
-না। আপনি আবারো মিথ্যা বলছেন।
-ফালতু কথা।
-ফালতু না।

আমি কেউ
মিথ্যা বললে বুঝতে পারি। এই ক্ষমতাটা god
gifted বলতে পারেন।
আচ্ছা আসি তাহলে।
-শুনুন। আমার নাম রিমঝিম।


কিন্তু রিশান তাকাচ্ছে না। কারণ যে নাম ওর
খাতায় উঠার কথা তা আগেই উঠে গেছে।

(রাজ্যহীন সন্ন্যাসী)
কেমন লাগল জানাবেন। । এটা আমার
একটা অনুরোধ।

কেউ মিথ্যা বইলেন না। কারণ
সেই মিথ্যা ধরার সাধ্য আমার নেই। । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।