আমাদের কথা খুঁজে নিন

   

সাব্বির কি বাঁচবে??? পোষ্টটিকে ষ্টিকি করা হোক

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

অনুমতি না নিয়েই রিপোষ্ট করলাম, এই আশায় ষ্টিকি করা হবে। আমাদের এই ঈদের আনন্দে পূর্নতা পা সত্যিকারের ত্যাগের মহিমায়। আমার বন্ধু রাশেদ আজাদ চৌধুরী। উৎসাহ উদ্দীপনায় ভরপুর একটি ছেলে। শাহজালাল ইউনিভার্সিটি-এর সিএসই সোসাইটির এজিএস আবার অন্য দিকে দুরন্ত ফুটবল খেলোয়াড়।

জীবনটা অনেক সুন্দর চলছিল ওর। হঠাৎ এক ঝড়ে সবকিছু এলোমেলো হয়ে গেল। তার ছোট ভাই ব্লাড ক্যানসারে (একিঊট লিউকেমিয়া) আক্রান্ত। এত সজীব একটি ছেলের জীবনে এখন প্রচন্ড একটি সংগ্রাম চলছে। সে কি পারবে তার ভাই-এর জন্য কিছু করতে???? ফোন করার পর কাঁদতে কাঁদতে বলল ভাই হয়ে ভাইয়ের জন্য কিছু করতে পারলাম না।

রাশেদ এর ছোট ভাই নওশেদ আজাদ চৌধুরী সাব্বির ইন্টার প্রথম বর্ষের ছাত্র যে কিনা এখন জীবনকে ঠিক মত বুঝতে শিখেনি তার দেহেই এখন বাসা বেধেছে মৃত্যু। ক্ষনে ক্ষনে তার শরীরের রক্তকে দূষিত করে তুলছে, বয়ে আনছে মৃত্যুর হাতছানি। কিন্তু আমরা পন করেছি কখনই হাল ছাড়ব না। আমরা লড়াই চালিয়ে যাব। শাহজালাল ইউনিভার্সিটির সকল বন্ধু এবং সাব্বিরের পরিবার আমরা আমাদের সকল সামর্থ্য দিয়ে মৃত্যুকে পরাজিত করব।

আমরা আমাদের সকল সামর্থ্য ঢেলে দিয়াছি এতে। কারণ সাব্বিরের কথা মনে হলেই আমাদের নিজেদের ভাইয়ের কথা মনে পড়ে যায়। নিজেকে রাশেদের জায়গায় কল্পনা করে আমরা শিউরে উঠি আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন সাব্বির বেঁচে যায়। কিন্তু মুখে বলা এক কথা আর কাজে যে ভিন্ন সেটা আমরা টের পাচ্ছি আস্তে আস্তে। আমরা সিলেটের সকল জায়গা চষে ফেলছি।

মাজার , দোকান, কলেজ,ভার্সিটি , মসজিদ সব শেষ। কিন্তু এখনও সামান্যই আমরা তুলতে পেরেছি। চিকিৎসার জন্য দরকার ৬০ লক্ষ টাকা। সাব্বিরের পরিবার ১৫ লক্ষ টাকা জোগাড় করতে সক্ষম হয়েছে। আর আমরা জোগাড় করেছি ২ লক্ষ টাকার মত।

কিন্তু আপনারা বুঝতে পারছেন কত সামান্য এই অর্থ। সাব্বির বাঁচবে কিনা??? এই প্রশ্নের জবাব এখন আপনাদের কাছে। বাংলাদেশের মানুষ যদি চায় তাহলে সে আবার ফিরে আসবে আমাদের মাঝে। বাংলাদেশের ১৫ কোটি মানুষ কি সাব্বিরের জন্য কিছু করতে পারে না?? জবাব এখন আপনাদের কাছে। কেঊ যদি সাব্বিরকে বাঁচানোর সংগ্রামে আমাদের পাশে দাড়াতে চান তাহলে আপনাদের জন্য নিচের তথ্যগুলি দিলাম।

MD. NOSHED AZAD CHOWDHURY(SABBIR) Father’s name: MD. DILDER AZAD CHOWDHURY Mother’s name: NAZMUN NAHAR CHOWDHURY College: BUET Engineering University College (H.S.C. 1st year) DISEASE: BLOOD CANCER(acute Leukaemia) সাহায্য পাঠানোর ঠিকানা : DUTCH-BANGLA BANK LIMITED SAVINGS ACCOUNT: MD. RASHED AZAD CHOWDHURY A/C no-108.101.186020 AGRANI BANK ACCOUNT: MD. NOSHED AZAD CHOWDHURY SAVINGS ACCOUNT NO:108060 AGRANI BANK,RAMNA BRANCH, 18 BANGABONDHU AVENUE,DHAKA. বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য : DUTCH-BANGLA BANK LIMITED SWIFT CODE : DBBLBDDH A/C no-108.101.186020 মোবাইল এ যোগাযোগের ঠিকানাঃ +৮৮০১৯১২১৫৫৩০৮ বখতিয়ার মেহেদি (ফারসিম) সাব্বিরকে নিয়ে ফেইসবুক গ্রুপ Click This Link বর্তমানে সাব্বির এবং তার বাবা মা ইন্ডিয়ায় তার চিকিৎসার জন্য অবস্থান করছেন। কিন্তু এই স্বল্প পরিমান টাকায় বেশিদিন চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই সাব্বিরের জীবন বাঁচাতে সর্বসাধারনের সাহায্য আমাদের একান্ত কাম্য। আপডেট (রাত ১.০০ টা ২৪ নভেম্বর) রাশেদের সাথে কিছুক্ষন আগে কথা বললাম। সাব্বিরকে টাকার অভাবে কেমোথেরাপি দেয়া হয়েছে।

কেমোথেরাপি দিলেও সে বেঁচে যাবে। কিন্তু এটা দিতে হয় টানা ৬ মাস। কিন্তু প্রথমবার নেয়ার পরেই তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। কিছু খেতে পারতেছে না। বমি করতেছে।

তাই কেমোথেরাপি ওর এই শারিরিক অবস্থায় আর নেয়া সম্ভব না। ওর দরকার বোন মেরো ট্রান্সপ্লেনটেশন। কিন্তু এইটার জন্য যেই টাকা দরকার সেটা নেই। প্রথম মাসে দরকার ৬০ লক্ষ টাকা। তার পরের ২ মাস ৩ লক্ষ করে।

এছাড়া কেমোথেরাপি দিতে গিয়ে আরও ৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এছাড়া থাকার খরচ মিলে ৬ লক্ষ টাকা শেষ। আবার বোন মেরো ট্রান্সপ্লেনটেশন করলে হয় সে মারা যাবে না হয় বাঁচবে। এটা শুনে ওর বাবার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে কিছুই করতে পারি নাই এত দিনে।

কোন রাস্তা দেখতেছিনা। রাশেদ বলল ওর মা ওর উপর ভরসা করে আছেন। আর ও ভরসা করে আছে আমাদের উপর। কিন্তু কি করব কিছুই বুজতেছিনা। প্লিজ দয়া করে আপনারা একটু সাহায্য করুন।

এছাড়া সাব্বিরকে বাঁচানোর আর কোন পথ খোলা নেই আমাদের। আপডেট (রাত ১:২০ ২৫ নভেম্বর) সাব্বির গতকাল থেকে ভাল। আজকে সকালে একবার বমি করছিল এছাড়া ভাল। রাশেদ ঢাকায় একটা কনসার্ট আয়োজন করতে চাচ্ছে কমলাপুর স্টেডিয়ামে ১ জানুয়ারী তে। কিন্তু ঐ সময় নাকি একটা টুর্নামেন্ট হবে ।

তাই চিন্তায় আছে পাবে কিনা পারমিশন। আর অন্য জায়গায় লিন্ক ভালো না তাই এইখানে চেষ্টা করতেছে। এছাড়া বুয়েটের অডিটরিয়ামে ফিল্ম শো এর আয়োজন করা হবে। রাশেদের ঢাকার বন্ধুরা অনেক কষ্ট করছে এর জন্য। আশা করি আমাদের সবার কষ্ট বৃথা যাবে না।

সবাই দোয়া করবেন যেন সবকিছু ঠিক মত করতে পারা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.