আমাদের কথা খুঁজে নিন

   

সাব্বির ফিরে আসুক আমাদের মাঝে

ভালো একটি লেখার মাধ্যমে আমার ব্লগ শুরু করলাম। এই লেখার মাধ্যমে সাব্বিরের যদি কিছুটা সাহায্য হয় নিজেকে সার্থক মনে করব।

"জীবন",এই শব্দটার সাথে সাব্বির এখনো পরিচিত হয়ে উঠতে পারেনি,আর এর মাঝেই মৃত্যু নামক আগন্তুক তার দরজায় এসে কড়া নাড়ছে। সাব্বিরের বাবা-মা,ভাই অশ্রুসজল চোখে দরজার এপাশে তাকে আগলে ধরে রেখেছেন। "একিউট লিউকেমিয়া" নামক মৃত্যুকীট তাকে তিলে তিলে নিঃশেষ করে ফেলছে।

"বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন" করলে তাকে বাঁচানো সম্ভব কিন্তু এর জন্য প্রয়োজন ৬০ লক্ষ টাকা। ৬০ লক্ষ!এ কি সাব্বিরের জীবনের চেয়েও বেশী মূল্যবান?আমরা জানি মূল্যবান নয়। সাব্বিরের বড় ভাই আমাদেরই বন্ধু। হতবিহবল হয়ে যেদিন আমাদের তার ছোট ভাইয়ের রোগের কথা জানায়,আমরা অশ্রু ধরে রাখতে পারিনি। সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে নেমে পড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহের কাজে।

কিন্তু এত বড় পরিমানের অর্থ সাহায্যের জন্য সমগ্র দেশবাসীকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের ১৫ কোটি মানুষ কি পারবে না একজন বাবার স্বপ্ন,একজন মায়ের ভালোবাসা, একজন ভাইয়ের স্নেহকে বাঁচিয়ে রাখতে? এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরই কাছে,বাংলাদেশের মানুষের কাছেই আছে। সবাই এগিয়ে আসলে মৃত্যুকে ফিরিয়ে দেওয়া সম্ভব,সম্ভব দেশের এক মেধাবী ছাত্রকে জীবন দেওয়া। সাব্বিরকে নিয়ে লেখা আরও কিছু ব্লগ : Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.