আমাদের কথা খুঁজে নিন

   

অন্যায়

কথা শেষ। বিআরটিসি এসি বাস। আহা গরমে কত শান্তি! উত্তরা থেকে এসি বাস গুলো কেমন জানি উধাউ হয়ে যায়! প্রিমিয়াম, নিরাপদ, বেভকো, জাগুয়ার এর হাত ঘুরে ক্ষমতা এখন কেবল বিআরটিসির ঘাড়ে। বেশ আরেকটু ঝামেলা এড়াতে ডিজিটাল ভাড়া দেওয়ার জন্য spass কার্ড করে নিয়েছি। যাই হউক গত বৃহস্পতিবার শাহবাগ থেকে উত্তরা আসব।

অপেক্ষা করছি এসি বাসের জন্য। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার অবসান ঘটিয়ে এল কাঙ্ক্ষিত বাস। উঠতে ফেইল মারলাম। লোকে লোকারণ্য। পা ফেলার জায়গা নেই।

আরও দুইটা গেল একই ভাবে। চার নম্বরটায় পণ করলাম উঠবোই। অনেক ঠেলাঠেলি করে সিঁড়িতে দাঁড়াতে সক্ষম হলাম। গাড়ি চলতে শুরু করল। এদিকে আমি অলরেডি গোসল করছি, ঘামে।

এক মহিলা (ডাক্তার) বকবক করে চলছেন,' হুম আপনারা গাড়ি পুরা ভরে আসেন, কতগুলা গাড়ি গেল ওঠা যায় না......... আমি লিখিত নালিশ করব...। ' আমি ভাবছিলাম দশটার মত নন এসি বাস গেল, কিন্তু উঠলাম না একটু আরামের আশায়। সব গুঁড়েবালি এখন। বাস ততক্ষণে ফার্মগেট। আহা কত লোক...।

বাস থামতেই লোকজন লাফাতে শুরু করল। জাম্প করে করে কেউ কেউ উঠল বাসে। আমি পিষ্ট হতে থাকলাম। কিছুই করার নেই। এক লোকের মোবাইল গেছে।

সে হাউকাউ করছে। আহা কি শান্তি! দাড়িয়ে থাকার জন্য কোন অবলম্বন দরকার নেই। অটো স্টিল হয়ে আছি। কি শান্তি! উত্তরা এসে নেমে হাফ ছাড়লাম। রিকশা নিলাম।

আহহা এতক্ষণে মনে পড়ল ওঠা ও নামা, একবারও কার্ড পাঞ্চ করিনি। কিভাবে করব, সুযোগ পেলে না? বড্ড অন্যায় হয়ে গেল। ফাউ অন্যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.