আমাদের কথা খুঁজে নিন

   

অন্যায়।



রাত নিঝুম নক্ষত্রে ভরা আঁকাশ, বাতাস নিরব বাতায়ন খোলা। অন্তর মলিন লক্ষযোজন গৃহে, অরণ্যে যার ভালোবাসা। আলোর মিটি ছেঁটা, রবির হানা মোর কড়িডোরে। ভোরের রবি আসি আসি ভাব, সেখানেই যে তোমার অভাব। নিস্তব্ধ এ রাত, কোথাও কোন কলহ নেই, কলহ রয়েছে শুধু, আমার ও হৃদয়ে চিত্তে।

এ হৃদয়ে নেই কোন সান-না, নেই কোন রমণীর ছায়া। সেই তুমি কার অন-রালে? যে তোমায় করলো ভক্ষন। অনন্নত দিন যায় রাত আসে, নিজেকে হারায় তোমার অন্তরায়। বার বার কলম থেমে যায়, থামে না তো এ মন, যে মন তোমকে দিয়েছিলাম। এত রাতে আজ বাসায় ফেরা, সেটা কি তুমি জানো আজ? সেটুকু জানবার সময় বা কয় তোমার? আমি কাদি তুমি হাসো বৈ-কি? আমি ভাবি তোমাকে নিয়ে, তুমি ভাবো কি না আজ আমাকে? দীর্ঘ নিঃশ্বাস ফেলি, কখনও বা নিজের চোখের জল।

একাকি হৃদয় চিত্তে তোমকেই শুধু চাই, আদৌও কি তোমাকে পাওয়া যায়? বেহায়া মনটা বড়ই বে-আরা, বার বার সে তোমাকেই টানে। হৃদয় চিত্তে বলে, তুমি ভুল করেছো, করেছো বড় অন্যায়। ক্ষমা তোমাকে করবে যে, তিনি তো বড় মেহেরবান। চাও ক্ষমা, চাও মাপ, করে নাউ নিজেকে পরিত্রান। পাবে না নাজাত,পাবে না তো সুখ।

যদি কি না সেরে না নাউ তোমার ভুল। তিনি রহমান তিনিই রহিম, যিনি করবেন যামিন তোমায়? তুমি মানো বা নাই মানো, তাতে তার কি ক্ষতি, যা ক্ষতি তা তো তোমারই। তাই সময় থাকতে, চেয়ে নাও মাপ, তিনি করবেন তোমায় মাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.