আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের আর্তচিৎকার (আগোছালো ভাবনাগুচ্ছ)................১

পরাঞ্জয়ী...

৩ দিন ধরে ভাবছি, শুধু ভেবেই যাচ্ছি, লিখতে ভাল লাগেনা। কত কথা যে লিখতে ইচ্ছে করে !! এইখানে বসে কতদিন কত কথা অনায়াসে বলে গেছি। আজ সবই অচেনা। খুব অপরিচিত একটা পরিবেশ। মনটা ভাল লাগেনা।

সবখানে সবার মাঝে একটা করে শাসকরুপি শোষকের আত্মা আছে, খুব ছোট্ট একটা ইতর প্রাণীও তার চেয়ে ছোট প্রাণীকে শাসন করতে চায়। সেখানে মানুষ তো অনেক উন্নত। ক্ষমতা পেলেই অপব্যবহার বুঝি শুধু মানুষই করে! অন্যের উপকারের সাইনবোর্ড নিয়ে ব্যবসা শুরু হয়, অতঃপর অন্যের লাভ সেখানে কতটা থাকে সে তর্কে না গিয়ে শুধু এটুকু কসম করে বলা যায় নিজেদের লাভ ১৬ আনা, আর বোনাস সহ ৩২ আনাই থাকে!! মাঝে মাঝে লোডশেডিং হলে আমি অন্ধকারে চুপচাপ বসে থাকি। ভাবি, কি দিলাম আমি এই দেশ টাকে, এই মাটিকে, এই মানুষগুলোকে? কিছুই না। আমরা কি মানুষ?!!!! অন্তঃত আমি???!! এ মাটিতে দাঁড়িয়ে আমারই সামনে কতজন বলে যায় "৭১'এর যুদ্ধ ছিল গৃহযুদ্ধ, গোলাম আযম বিশিষ্ট আলেম ছিল, ৭১'এ যা কিছু অত্যাচার তা শুধু সামরিক সেনারা করেছে পাকিস্তানের জনগন এমন ছিল না, এমনকি এও বলেছে সেদিন যদি বাংলাদেশ না বিজয়ী হয়ে পাকিস্তান জয়ী হত তবে নাকি আজকের যোদ্ধারা হত দেশদ্রোহী!!!!!!!! ধরনী দ্বিধা হও!!! আমি পারিনা তাদের গলা টিপে উদ্ধত জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলত! আমাকেও ফাঁসী দাও, আমিও বেঈমান!!! বাবা, ক্ষমা কোর।

১৭ বছর বয়সে কাউকে কিছু না বলে পালিয়েছিলে তুমি। যুদ্ধ করেছ দেশ টাকে একান্ত "আমার" করে আমার হাতে তুলে দিতে!! লোকের বাসায় লজিং মাস্টার থেকে কত কষ্টে এন্ট্রান্স পরীক্ষা দিয়েছ স্বাধীনতার পর। তোমাকে বাঁচাতে লক্ষী নামের মেয়েটির আত্মদানের কাহীনি কতবার শুনেছি তোমার মুখে। তবুও লজ্জা হয়না আমার, একটুও না। "চাই চাই" করে দেশটাকে নিঃস্ব করে ফেললাম।

তবুও স্বাধ মেটেনা আমার। আরও চাই। স্বাধীনতা বিরোধী সেই অপশক্তির গড়া ব্যাংকে লক্ষ টাকা জমা রাখি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করি আপনজনকে!! শুধু নামের আগে পরে একটি ধর্মের নাম আছে বলেই তাদের কৃত অপরাধ মাফ করে দিলাম। সেকি আমার ধর্মের ও অবমাননা নয়? এও তো ভাবলাম না!!! আমার ফাঁসী দাও............................ তবে আমার ফাঁসীর আগে আমার একটাই অন্তিম ইচ্ছে "প্রথমে ফাঁসী চাই ঐ সব কুলাঙ্গার জারজ গুলোর যারা দেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, আর তাদের বর্তমান দোসর, ফাঁসী চাই ঐ সব পিশাচের যারা মহান আত্মত্যাগী পিতার ঔরসে জন্ম নিয়ে পিতার দেশপ্রেমকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার মই হিসেবে!! ফাসী চাই তাদের যারা দেশের না হয়ে প্রথমে হয় দলের!!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।