আমাদের কথা খুঁজে নিন

   

মুক্ত সফটওয়্যারের সত্য-অসত্য

আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদ(সঃ) আল্লাহর রসুল। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। এই পৃথিবীতে যত নিয়ম বা তরিকা আছে, তার মদ্ধে একমাত্র হুজুর (সঃ) এর তরিকায় শান্তি ও সফলতা।
প্রচলিত আছে মুক্ত অর্থাত্ ওপেন সোর্স সফটওয়্যার বলতে ইন্টারনেট থেকে বিনামূল্যে নামিয়ে কম্পিউটারে ব্যবহার করা যাবে। আসলেসত্যটা হলো মুক্ত সফটওয়্যারের ধারণাটি এমন নয়।

এটি ঠিক যে মুক্ত সফটওয়্যারগুলোর অধিকাংশই বিনামূল্যে পাওয়া যায়। তবে কখনোই বাধ্যতামূলক নয় যে মুক্ত হলেই সেটি বিনামূল্যে পাওয়া যাবে বা বিনামূল্যে পাওয়া সব সফটওয়্যারই মুক্ত। সাধারণত মুক্ত সফটওয়্যারগুলো সাধারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তৈরি করে এসবের প্রোগ্রামিং সংকেত (সোর্সকোড) উন্মুক্ত করে দেয়। ফলে তখন যে কেউ সফটওয়্যারটির উন্নয়নে যুক্ত হতে পারে। মুক্ত সফটওয়্যারের একটি জনপ্রিয় লাইসেন্স হলো জিপিএল (জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স)।

স্বত্ব ত্যাগ করে প্রকাশের এই লাইসেন্সে সফটওয়্যারটিতে নির্মাতার অধিকার থাকলেও যে কেউ এটি সম্পাদনার অধিকার রাখে। এভাবে যদি সফটওয়্যার মুক্ত হিসেবে ছেড়ে দেওয়া হয়, তবে এর নির্মাতারা কখনোই আর্থিকভাবে লাভবান হতে পারবেন না বলে মনে হতে পারে। কিন্তু যেসব প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে মুক্ত সফটওয়্যার তৈরি করে, তারা অন্য লাইসেন্সের অধীনেও সফটওয়্যার প্রকাশ করে থাকে। যেন সেটি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। প্রচলিত আছে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয় এবং যেহেতু সবাই কম্পিউটার প্রোগ্রামার বা সফটওয়্যার প্রকৌশলী নন, তাই লিনাক্স ব্যবহার করা উচিত নয়।

আসলেসত্যটা হলো একেবারে প্রথম দিকের লিনাক্সগুলোর ক্ষেত্রে এটি সত্য হয়ে থাকলেও এখনকার লিনাক্সের ব্যবহার পদ্ধতি উইন্ডোজ বা অ্যাপল ম্যাক অপারেটিং সিস্টেমের মতোই সহজ। উদাহরণ হিসেবে ‘উবুন্টু’ বা ‘লিনাক্স মিন্ট’-এর কথা বলা যায়, যেখানে সাধারণ সব কাজই করা যায় অত্যন্ত সহজে এবং এর জন্য কম্পিউটার বিজ্ঞানের উচ্চতর কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। আর যেকোনো ধরনের সমস্যার জন্য মুক্ত সফটওয়্যার ব্যবহার ও উন্নয়নকারীদের নানা রকম দল থেকে সাহায্য পাওয়া যায়। প্রচলিত আছে মুক্ত সফটওয়্যারগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপযোগী নয় বা তাদের ব্যবহার করা উচিত নয়। আসলেসত্যটা হলো যেকোনো চলমান প্রতিষ্ঠান হঠাত্ করে মুক্ত সফটওয়্যার ব্যবহার শুরু করতে চাইলে সেখানকার তথ্যপ্রযুক্তিকর্মীদের প্রশিক্ষণ বাবদ কিছু অতিরিক্ত খরচ হতে পারে।

তবে নতুন শুরু করছে এমন প্রতিষ্ঠান শুরুতেই অভিজ্ঞদের নিয়োগ দিয়ে সেই সমস্যা সমাধান করতে পারে। অন্যান্য অপারেটিং সিস্টেম যেখানে কম্পিউটার ভাইরাসের আক্রমণেকাহিল, সেখানে মুক্ত অপারেটিং সিস্টেম ভাইরাস বা ওয়ার্মে সহজে আক্রান্ত হয় না। গঠন পদ্ধতির বিশেষত্বের জন্য এটি অধিক সুরক্ষিত।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.