আমাদের কথা খুঁজে নিন

   

বাতি ও আত্মক্ষয় ৪

ছায়াপ্রেম-রৌদ্রময় আর শীতল বহ্নিপ্রণয়

নোনাঘ্রাণ আর রক্ত-মাংশ কাদা লাল সাদা ফুল, হিজল-জারুল আর ও পাড়ার কালো বউ, রাঙা গাই ও সাদা দই দুধারে সাজাই, আঁকি শান্তির পট। পথ ঘাট আর প্রজাপতি, মাছ-নদী গাছ, তার শাখায় শ্যামা ফিঙে দুটি- হামাগুড়ি দেয়া সবুজ সৈন্য পতাকা দ্রোহ ভরা প্রেম-পূর্ণিমা-শশী, খুশি সাজাই শান্তির পট, নুতন পট। আমি কালো মানুষ, সাদা দীর্ঘ সৈকত বেলা আর ভূমি একাকার করে দেয়া জলন্ত অঙ্গার, জেগে থাকা শঙ্খচিল সুস্বাদু ঝিনুক ঘর ভুলে যাওয়া লাল কাঁকড়া আর বকুল আহা ভালোবাসি, বাঁশি, রংধনু-মেঘরাগ মেঘে মেঘে ভেসে যাওয়া সকালের ইতিহাস। অমন আঁকি, সাজাই পট, অমল মোহন সুর, উড়ন্ত সূর্য, গন্ধমাখা আলো, জীবনের ঘ্রান আঁকি, গাই, ভালোবাসি, পাখি-ডানা স্বপ্ন-প্রাণ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।