আমাদের কথা খুঁজে নিন

   

বাতি নেভা ঘর

/

তারপর : দেখি, ছোট ছোট বিড়ির দোকানগুলো এক একটা বড় টাওয়ার- ................................কুন্ডলী পাকানো কষ্ট ধোয়ার মত ওড়ে রোড ডিভাইডারে চর্মসার গাছটা একটা টাওয়ার- ................................যন্ত্রনার ডালপালা ফ্লাটের কক্ষে ভাঙ্গে হলদে ল্যামপপোষ্টটা একটা টাওয়ার ................................অপ্রকৃত রঙে আবৃত জীবন প্রাচীরে ঘেরা তুমিও একটা টাওয়ার .................................সব ভাঙ্গনে আমার হেসে দাঁড়িয়ে পড়া। চৌদ্দ তালা টাওয়ার একটা সীমানা। আমি এই পর্যন্ত হাসি এই পর্যন্ত হেসে থামি এই খান থেকে আমরা দ্বিখন্ডী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।