আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্ন ও উত্তরের একটা মজার খেলা.... (যেকারো সাথে খেলে মুহুর্তেই বোকা বানিয়ে ফেলুন)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

শুরুতেই যেকাউকে এই প্রশ্নগুলো করুন।

উত্তরগুলো কোথাও লিখে রাখুন। । । প্রশ্ন ১। একটা অন্ধ বৃদ্ধ লোক রাস্তায় দাড়িয়ে ভিক্ষা করছে।

আপনি কি তাকে সমর্থন করেন? সম্ভাব্য উত্তর: হ্যা প্রশ্ন ২। যেকোন একটা মেয়ের নাম বলুন। সম্ভাব্য উত্তর: X (যেকোন একটা মেয়ের নাম) প্রশ্ন ৩। আপনার কাছে কোন জায়গাটা বেশি পছন্দের? পার্ক নাকি সিনেমাহল? সম্ভাব্য উত্তর: পার্ক/সিনেমাহল প্রশ্ন ৪। বাচ্চাদের দেখলে কি করেন? আদর করেন নাকি চুমু খান? সম্ভাব্য উত্তর: আদর/চুমু প্রশ্ন ৫।

বাচ্চারা আপনাকে দেখলে কি করে? আদর করে নাকি চুমু খায়? সম্ভাব্য উত্তর: আদর/চুমু প্রশ্ন ৬। বাবা-মা'কি খুব ভালবাসেন? সম্ভাব্য উত্তর: হ্যা এই প্রশ্নগুলার জায়গায় এইবার এই প্রশ্নগুলা করেন আর আগের উত্তরগুলা বসায়া দেন। উত্তর আপনারাই বসায়া নিয়েন। প্রশ্নের সাথে উত্তরগুলা দিলে ব্যান মুবারক খাবার সমূহ সম্ভাবনা আছে............. প্রশ্ন ১। কাউকে ভালবাসো? (শুরুতেই ধরা ) প্রশ্ন ২।

তার নাম কি? (খুক খুক....) প্রশ্ন ৩। তাকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলে? (আহারে, একদম নাঙ্গা কইরা দিল...... ) প্রশ্ন ৪। সে তোমাকে কি দিয়েছিল? (নাউজুবিল্লা.......... ) প্রশ্ন ৫। তুমি তাকে কি দিয়েছিলে? (আস্তাগফিরুল্লা........ ) প্রশ্ন ৬। বিয়ের পরে বাবা-মাকে ভুলে যাবেনাতো? (আপনি এতো খারাপ? ছিহ্............ ) মোট প্রশ্নের সংখ্যা ছিল ১৫টা।

আমারে আমার এক ফ্রেন্ড যখন ধরছে তখন মারাত্মক ধরা খাইছিলাম। সব প্রশ্নগুলা ভুইলা গেছি। যদি কখনো পাই তাইলে দিয়ে দেব। আপাতত ৬টা দিয়াই মজা করেন। ।

। । আমি এইগুলা শিখছি পিচ্চি র কাছ থিকা। আবারও বলা উচিত, "ছোট মরিচে ঝাল বেশি............... ফাজলামী গ্রুপেও পোস্ট করা হল। আপনাদের কারো কাছে এইরকম ফাজলামী মার্কা পুষ্ট থাকলে আপনারাও জয়েন করেন...............


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.