আমাদের কথা খুঁজে নিন

   

খোলা প্রশ্ন- নিজের আখের গোছাতে চামচ কত বড় হওয়া প্রয়োজন মনে করেন?

উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি

চামচ নিয়ে ছড়াইলামঃ হেথায় চামচ, হোথায় চামচ, চামচ হলো খাঁটি মাল, চামচ দিয়ে সোনার বাংলা এবার হবে ডিজিটাল। এই চামচ কি নিজেই বানাতে হয়, নাকি কারখানায় অর্ডার দিয়ে তৈরী করে নিতে হয়। কর্তার মর্জি মাফিক চামুচ কি সময় সাপেক্ষে বদলাতে হয়, নাকি একি চামচ কে বিবিধ কাজে ব্যবহৃত করা যায়। চামচের চাকচিক্যতায় আর কি কি অনুষংগ জরুরী বলে মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।