আমাদের কথা খুঁজে নিন

   

রজনী পথে

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

ক্লান্ত নিশিথে ছুটে চলেছি একা, নির্লিপ্ত গগনের পানে চাহিয়া। বিষাদের কাঁটা হেরি পথে। সবুজের বুকে হইয়াছে ক্ষত। ক্ষনে ক্ষনে ভাসিয়া উঠে তোমার মুখায়ব। মনে হয় উত্তপ্ত বাঁধা চরণ পিষ্ট করিয়া, ফিরিয়া যাই তোমার পানে। ঠিক তখনই গহর চিত্তে ভাসিয়া ওঠে, তোমার দেয়া দুঃখস্রোত। পাতার ভেলার মত ভাসিয়া যাই- অনুভব করি তোমার উষ্ণতার পরশ। তুমি কি কভু ভাবো আমায়, একাকীত্বের উদারতায়? কখনও কি অনুভব কর, বিষন্নতার পূর্বাভাস? তবে তাই হবে মোর ভালোবাসার সান্তনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।