আমাদের কথা খুঁজে নিন

   

লুকোচুরি



লুকোচুরি দর্পণ কবীর আমি গন্তব্যে পৌঁছুলেই তুমি দিগন্ত হও নিমিষে। ঢেউয়ের মতো আছড়ে পড়ি যেই তুমি আকাশমুখী পাহাড়, দীপ্তিময় হয়ে ওঠে নতজানু না হবার তোমার সহজাত অহংকার। নদী হয়ে ভাবি, তোমার দু’ পা একদিন নামবে আমার লাবণ্যজলে, ঘুচবে একাকীত্বের অভিশাপ। মেঘের মিছিলে মিলিয়ে যাও তুমি, নির্মোহ অভিমানে। নদীও পোড়ে বিরহের দাবানলে। শেষ চেষ্টায় হই কাব্য বিলাসী কবি তুমি কলহাস্যে হও নত্র-নিহারীকা, তবু স্পর্শ করো আমার কল্পনা সবই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।