আমাদের কথা খুঁজে নিন

   

লুকোচুরি



আমি তাকে ছুঁতে গিয়ে হয়েছি নাকাল; দূরে পালিয়েছে অচ্ছুত গেরাম; নগর অপ্সরা। আমাকে যখন দেখায় পাহাড়- ওপারে আকাশ বেলুনের মতো ঝুলে আছে স্থির; আমি তাকে মরিচিকা গল্প ভাবি। এমন তুমিও ভাবতে যদি আমার মতোই পুড়াতে কাঠখড় দিন রজনিতে । আমার বিনীত রোদ, চোখের মিনতি চশমার কাঁচের ভেতরে আবদ্ধ স্বপ্ন পরিক্রমা, আমার মাথা;যেখানে গেড়ে গেছে পুর্ববৎ অবিশ্বাস অথবা বিশ্বাস; সব ফেলে চোখে দেখি তোমার আদল,মুখ। অচেনা আকার তার,অদেখা দৃশ্যই মূর্ত হয় আমার হাতের আগলে। আমি তাকে লোভে ধরতে গিয়ে হোঁচটে ভেঙেছি পা তারপর তাকে আর কোন দিন দেখিনি কোন দৃশ্যে আমার চোখেও নয়, চোখের দোষের মর্ত্যেও নয়। আমি তাকে দেখিনি উদয়ে দেখিনি নির্বাণে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।