আমাদের কথা খুঁজে নিন

   

লুকোচুরি লুকোচুরি গল্প....তারপর হতাশার পর্ব



আমি অনেক ছোট বেলা থেকে খবরের কাগজ পড়ি। এটা বর্তমানে নেশায় পরিণত হয়েছে। দেশ-বিদেশের খবর পড়ি নিয়মিত। সকালবেলা ঘুম থেকে উঠে কাগজ না দেখ পর্যন্ত মাথা ঠিক থাকে না। প্রতিদিন আশায় থাকি একটা ভাল সংবাদের জন্য কিন্তু সে আশা বোধ হয় আমাদের সাথে লুকোচুরি খেলা খেলছে।

একটা নিরপেক্ষ & সফল নির্বাচনের পর আশা করেছিলাম না এবার বোধ হয় বাঙ্গালি জাতি সামনের দিকে ধাবিত হবে। কিন্তু দিন বদলের গান কিংবা Digital Bangladesh এর কোন লক্ষণ দেখা যাচ্ছে না। যেখানে তাকাই সেখানেই দেখি দল বদলের গান/সনদ। সবাই খোজে কোথায় আমাদের লোক। সবাই যদি নিজেদের লোক খোজে তাহলে জন গনের লোক কোথায় যাবে এই প্রশ্নের উত্তর কে দেবে ?স্বাধীনতার পর এই ৩৭ বছর দেশ চলছে।

এই দীর্র্ঘ সময়ে আমি হিসাব করে দেখেছি আমরা আসলে ফখরুদ্দীনের দুই বছর আসলেই খুব শান্তিতে ছিলাম। আমার মনে হয় এ কথার দ্বিমত কেউ করবে না। চরিত্রহীন রাজনীতিবিদরা যে আসলেই দেশের জন্য বর্জপদার্থ তা বর্তমানে আমার এবং সম্ভবত দেশবাসীর কাছে দিনের আলোর মতই পরিষ্কার। এহেন রাজনৈতিক নেতৃবৃন্দ যে দেশের Driving Seat আছে সেই দেশে গণতন্ত্রের আদৌ দরকার আছে কিনা আমার মাঝেমাঝে সন্দেহ হয়। আমাদের এহেন হতাশাজনক পর্বের অবসান কি কখনই হবে না? জন গন কি বারবার তথাকথিত দেশপ্রেমিকের হাত থেকে কখনই রক্ষা পাবে না হয়তো পাবে নয়তো না......


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।