আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্ত অতিক্রমণ (ক্ষয়ে যাওয়া চাঁদ কিংবা দুপুরেরা)

© এই খানে প্রকাশিত সকল লেখার এবং অন্যান্য হাবিজাবি সমুহের সর্বসত্ত্ব লেখকের...©

হাত পেতে ঘুরে ফিরি ভিখিরীর মতো, ধরে নেবো দু'ফোঁটা রোদ, মাঝ দুপুরের আলস্য মাখা, শহুরে দরজা-জানালার কোনায় কোনায়; ধরতে পারিনা কোনো মতেই, উল্লাসে নেচে গেয়ে রবিরেখা বেয়ে নেমে যায় রোদের ফোঁটারা। ভাগ্য আর আয়ু রেখার করিডরে গজিয়ে ওঠে ভোরবাহিত শ্যাওলার দল স্বপ্নের ধুলোখেলা, এলোচুলের আবিষ্ট বিদ্যুতে। সরল কিংবা বক্র সমাধান লিখে দেবে হীরার নাকছাবি। আকাশ এবং শহরের চাঁদেরা, এখন লীন হতে চায় জোয়ারেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।