আমাদের কথা খুঁজে নিন

   

"বৃত্ত, রং এবং আমি"

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

"বৃত্ত, রং এবং আমি" বৃত্তের বাইরে বিন্দু থেকে অনেক দূরে শিশুসূর্য ভোর কিংবা পড়ন্ত বিকালে, সকল প্রার্থনা বিমূর্ত আর্তনাদ হয়ে আজ অভুক্ত অনুভূতির মিছিলে শামিল। । আমি বৃত্তের বাইরে যেতে চাই আমি ফিরতে চাইনা কোন গল্প-কবিতায়। আমি বিন্দু হতে মুক্ত হতে চাই আমি ফিরতে চাই না কোন বিস্মৃত কবিতায়।

। আমার যত আর্তনাদ আর বৃত্তবন্ধী অনুভূতি একদিন মেঘ হয়ে যাবে, প্রচন্ড অভিমান নিয়ে চৈত্রের প্রথম দুপুরে শিলা বৃষ্টি হয়ে ঝড়ে পড়বে আর - ভিজে যাবে তোমাদের সব জটিল অংকের বই। । লন্ডভন্ড হয়ে গেলাম তবু খন্ড হলাম না। ।

সরলরেখা দিয়ে বার বার আঘাত করে আমি- ক্ষতিগ্রস্থ করবো বৃত্তের পরিধিকে। হার মানাবো কোন বিশেষ রংয়ের রাজত্বকে, গড়ে তুলবো এক পরিধি বিহীন বৃত্ত, যেখানে বিন্দুগুলো হবে স্বাধীন আর তোমাদের হাতের জটিল- অংকের বই দেখে নির্দিধায় ভেংচি কাটবে। । ০৯। ০৪।

০৯ উৎসর্গঃ বৃত্তবন্ধী সকল বিন্দুকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।