আমাদের কথা খুঁজে নিন

   

বৃত্ত

পড়,জান,জানাও

একটি আধাঁর রাত, একটি মোমবাতি, একটি ইজি চেয়ার,ঝুলন্ত বারান্দা আর কিছু বিক্ষিপ্ত স্বৃতি। ভোরের আলো, অসহ্য একটি দিনের শুরু, অপ্রিয় কিছু ক্ষন কাটানো, রুঢ় বাস্তবতা মেনে নেওয়া, আর নিজেকে বিকিয়ে দেওয়া জীবন। বাসের জানালা দিয়ে,উচুঁ দালানের ফাঁক দিয়ে হেলে যাওয়া সূর্য দেখা, ফিরে যাবার অপেক্ষায়,পাখির সেই জীর্ন নীড়ের মতো, মেঝেতে পড়ে থাকা কবিতার বই,অর্থহীন হওয়া যত শব্দ, পুরনো কনো এ্যালবাম ,তার উপর জমে থাকা ধুলো। ক্লান্ত দেহ,অব্যাক্ত কিছু কথা, রাতএর নীরবতাকে আগমনী গান শোনানো, আধাঁরের মাঝে নিজের ছায়াকে খোঁজা, নিদ্রার জন্য অপেক্ষার প্রহর গোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।