আমাদের কথা খুঁজে নিন

   

বিষ্ময়কর অনুভূতি...



প্রেক্ষাপটঃ প্রথমবারের মত তুষারপাত দর্শন। তারিখঃ ৩১শে ডিসেম্বর,২০০৫, রাত ১২.০০ একঘেয়ে জীবনের দূর্বিসহ ঘানি টানতে টানতে অবসাদ বিষাদ ভারাক্রান্ত শরীর মন যখন ঝিমিয়ে পড়তে চাইছে, গতানুগতিক আরো একটি বর্ষের সেই অতৃপ্ত অন্তিম লগ্নে চেনা প্রকৃতির এক অচেনা রূপ হাতছানি দিয়ে সচেতন করে গেল আমাকে। হিমাঙ্কাবনত তাপমাত্রায়ও শরীরে যেন খেলে গেল উষ্ণতার মৃদু শিহরন। এ যেন কল্পরাজ্যে সন্তরন। এক বিষ্ময়কর অনুভূতি......।

তুষারপাত। । এই অনাবিস্কৃত প্রকৃতির উদ্ভাসিত সৌন্দর্য্য উপভোগ করার অতৃপ্তিই ছিল যেন অন্তরাত্মা জুড়ে। আঁধারের রঙ যেন বদলে গেছে আচানক। সারাটা অস্তিত্ব জুড়ে ঘনীভূত পানির দুধসাদা আস্তরন।

আড়মোড়া ভেঙ্গে জেগে উঠলো শিশুসুলভ মনটা ভিতর থেকে। বাঁধন হারা হয়ে ছুটতে উদ্গ্রীব দিগ্বিদিক। মধ্যরাত, উপরন্তু মেরু শীত সম দানবের সাথে অস্তিত্বের লড়াই। কিছুই সামর্থ্য রাখে না এই প্রবল ইচ্ছার অন্তরায় হতে। হিমশীতল ধবল গালিচা মোড়ানো আঙ্গিনা যেন এই আমাকেই স্বাগত জানাতে অধীর।

বদ্ধ ঘরের বন্দীদশার বাধ্যবাধকতা যেন যে কোন মূল্যেই ছিন্ন করা যায়। ছুটে চলা বাহিরের পানে। আত্মহারা মনটা যেন কোন শিশুরই। আমি নেই আমাতে। গুড়া বরফকে গোলকে পরিণত করে নিক্ষেপ-প্রক্ষেপ আর মাখামাখিতে যেন শৈশবের কর্দমাবগাহন জীবন্ত হয়ে ধরা দেয় স্মৃতিপটে।

পল পল করে বয়ে যেতে থাকে অস্থির সময়। রাত পেরিয়ে ঊষার আকাশ জাগ্রত প্রায় নেই খেয়াল সেদিকে বিন্দুমাত্র। সূর্যোদয়ের আভাস দেখে শঙ্কিত হতে থাকে মন। এই বুঝি দিবাকরের ইন্দ্রজালে অদৃশ্য হয়ে যাবে প্রকৃতির এই অমোঘ সৌন্দর্য্য। অতঃপর অন্তরের উৎপীড়নকে ফিকে করে স্বীয় বিচিত্র এক রূপে দিবাকরের আত্মপ্রকাশ এক ভিন্ন প্রাতে।

বিষ্ময়ের এক নতুন মাত্রা যুক্ত হয় বিমোহিত দৃস্টিতে। রঙের খেলা রংধনু হয়ে সুদূর আকাশে নয়, যেন ভূমিতেই খেলতে শুরু করলো সহসাই। বিনিদ্র রাতের পর দিনটিও কেটে গেল মন্ত্রমুগ্ধের ন্যয় বিচিত্র অনুভূতি আর অবিরত উচ্ছাস নিয়ে। দেখতে দেখতে ফুরিয়ে আসে বিমোহিত ক্ষণ, তৃপ্ত করে অতৃপ্ত বর্ষ, অতঃপর পেরিয়ে আসে নতুন এক বর্ষে। যেন আবারও সেই গতবাঁধা অসহনীয় ছন্দ পতনের খেলা খেলতে।

জানা নেই আর কোন অযাচিত ক্ষণ প্রতীক্ষিত কি না অতৃপ্ত জীবনের প্রায়শ্চিত্ত করতে.........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.