আমাদের কথা খুঁজে নিন

   

আকুতি

কবিতার ছেলে।

বহু আশা বুকে চেপে বিনিদ্র রাত্রির শেষে, নেতানো শরীর নিয়ে পল্লীপথে কতদুর হেটে এসেছি তোমার কাছে – দু-দন্ড শান্তির খোঁজে ওগো একবার মূখ তুলে দেখ শুণ্য-শয্যা হতে আঙ্গিনায় এসে গৃহ-স্নেহ-ছায়া ছেড়ে কে এসেছে দেখে যাও বিবিক্ষু একজন তোমার মনের দেশে। তোমার ঐ কাদায় ছিটানো হাসি বহুদিন বহুকাল পরে, কোনো এক মাদুরের হাটে; আশিন হাওয়ায় দোলা - দিয়েছিলো আমার এই ছনমনা তোরণীর ঘাটে। বহু আশা বুকে চেপে বিনিদ্র রাত্রির শেষে, নেতানো শরীর নিয়ে এসেছি তোমার কাছে দু-দন্ড শান্তির খোঁজে ওগো একবার মুখ তুলে চাও। হয়তো বিজয়িনী কোকিলের কুহূ-কুহূ সুরে কাকের কর্কশ আজ পালায়েছে দূর হতে দূরে। তবুও তোমার খোঁজে উদ্যমী মন একেলায় ঘুরে ফিরে পর্বত-বন পেয়েছি তোমারে আজ - এ অচিনপুরে। ওগো একবার মুখ তুলে দেখ কে এসেছে গান গেয়ে বিষন্ন সুরে দু-দন্ড শান্তির খোঁজে। ক্ষণহেসে তুলে নাও চেপে নাও তোমার পাঁজরে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।