আমাদের কথা খুঁজে নিন

   

আকুতি

গুনাহগার, অযোগ্য, অধম...

অবাক আমি তাকিয়ে থাকি তোমার সৃষ্টিপানে, দৃষ্টিজুড়ে কৃতগ্গতা অমোঘ অশ্রুবানে। এ কলুষ হ্রদয় দাও রাঁঙিয়ে আলোর ঝর্ণাধারে, শেষ বিচারের দিনে রেখো তোমার ছায়াধারে। আমার যত অপূর্ণতা যাক না দূরে সরে, তোমায় শুধু চাইগো প্রভূ স্বপ্ন বাহুডোরে। কজন বল পাবে তোমার জান্নাতের ই ঘ্রাণ, হয়তো আমি থাকব দূরে কাঁদবে দূঃখে প্রাণ। এক জীবনে দিলে অনেক পেলাম ও তো বেশ, এরপর ও কী অসীম হিয়ার চাওয়ার আছে শেষ? বিশাল সাগর উথাল পাথাল আমার জীবন ভেলা, মিলবে কীগো প্রভূর দয়া সাঙ্গ যেদিন মেলা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।