আমাদের কথা খুঁজে নিন

   

আকুতি

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

আকুতি দেখেছো কি তোমরা, গোবি-থর-সাহারা, শুনেছো কি দেয় কেউ- মরুভূমি পাহারা? স্বমহিমায় রাষ্ট্র হয় যদি মরুদেশ, জনমনে হাহাকার তবু বলে বেশ বেশ। পানি গ্যাস বিদ্যুৎ আশা করে লাভ নেই, কে বলেছে মরুদেশে এতোকিছু থাকবেই? রাজনীতির লু হাওয়ায় ক্ষমতার ধূলিঝড়, জনগণের চোখে ভাসে কারবালা প্রান্তর। চুপচাপ সয়ে যাও গলাবাজি করোনাকো, বেঁচে আছো এই ঢের ঈশ্বরের নাম ডাকো। মরুদেশে কৃষকেরা করেনাকো হাল চাষ, বিনা সারে দিব্বি বেঁচে আছে বারোমাস। হাভাতে সব পাবলিক- এটা চাই ওটা চাই, মামা বাড়ির আব্দার যেন আর কাজ নাই। জনগণের ভোটে যারা দেশ করে উদ্ধার, রাতারাতি হয় তারা পরের ধনে পোদ্দার। মনে প্রাণে আমি আজ হতে চাই ডিজিটাল, এনালগ ভাবনাই করে যতো গোলমাল। দিন বদলের জোয়ারে পারিনা যে ভাসতে, শুধু চাই পেটে-ভাতে খেয়ে পরে বাঁচতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।