আমাদের কথা খুঁজে নিন

   

আকুতি



আকুতি আমার মরাদেহ কইবে কথা যখন আমি অনেক দূরে দেহখানি মোর রেখে দিও প্রিয়া তোমার ঠাকুর ঘরে, দেহখানি মোর পাইবে কোথায় রাখিও একটা ছবি সেই ছবি দিয়া প্রতিটি সাঁঝেতে তোমায় দেখিব আমি। যাইবার কালে করিও প্রনাম যদিবা ইচ্ছে জাগে স্বর্গে থাকিয়া আশীর্বাদ দিব তোমায় হৃদয় ভরে, স্মৃতিগুলো মোর রেখে যাব প্রিয়া তোমার মনের ঘরে প্রেমের স্মৃতি কি এ জগতে ভুলিতে কেউ পারে। স্মৃতিগুলো তাই মনে করে আজ যে অশ্রু ঝরে চলে গেলে তুমি একটু কাঁদিও আমায় মনে করে, মনে পড়ে প্রিয়ে সেই বিকেলেতে তুমি আমি দুজনাতে মিলিতে গিয়া অঝর ধারায় বারি ঝরেছিলো দুজনার চোখেতে। কত যে বিকাল কেটেছে মোদের ওড়ায়ে রঙিন ঘুড়ি স্বর্গে থাকিয়া ঘুড়ি ওড়াইব তোমার আশায় আমি! পাগলিনী যেন হইয়ো না প্রিয়ে আমারে ছাড়িয়া তুমি ওপারের ডাকে সাড়া দিতে হবে কেমনে রাখিবে ধরি। যে প্রেম তুমি দিয়াছ প্রিয়া আমার মনের ঘরে সে প্রেম কি এই জগতে কেউ কাউরে দিতে পারে? যদি কেউ পারে দিক না সে আমার কিবা তাহে আমার জীবনে তোমার নাম মিশে আছে আঁখিপাতে। তোমার রুপের উপমা আমি সারাটা জীবন খুঁজেছি কোথাও খুঁজে পাই নি প্রিয়া তোমার রুপের মাধুরী, আজকে প্রিয়া মরনের ডাকে বাঁচিবার সাধ জাগে কারে দেখে যেন উপমা পেয়েছি মনটা আজ বলে। ওরে বিধি আমারে নিস্ না আজকেই তুই কেড়ে একটা দিন সময় দে তুই প্রিয়ার রুপটা লিখতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।